ফেক নিউজ: ট্রলিং কীভাবে কাজ করে, আর কীভাবে তা ঠেকাবেন

ভিডিওর ক্যাপশান, ফেক নিউজ: ট্রলিং যেভাবে কাজ করে

ব্যক্তিগত আক্রমণ শুধু অনলাইনে আপনার ক্ষতি করে না।

বিরুদ্ধ মতের লোকদের মনে ভয় সৃষ্টি করে এবং আলোচনাকে ভিন্ন খাতে সরিয়ে নিয়ে ট্রলরা অনলাইনে গুরুত্বপূর্ণ সামাজিক আলোচনাকেও নষ্ট করে।

কিন্তু ট্রলদের বিজয়ী হতে দেবেন না।

ট্রলরা কীভাবে কাজ করে আর আপনি কীভাবে ট্রলদের আপনার টাইমলাইনের বাইরে রাখতে পারেন সেই তথ্য রয়েছে এই ভিডিওতে।