সেব্রিনা ফ্লোরা: করোনা মহামারির সময়ে যেভাবে পরিচিত মুখ হয়ে ওঠেন

ভিডিওর ক্যাপশান, সেব্রিনা ফ্লোরা: করোনা মহামারির সময়ে যেভাবে পরিচিত মুখ হয়ে উঠেন

করোনাভাইরাস মহামারির শুরুতে বাংলাদেশে পরিচিত মুখ হয়ে ওঠেন অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। কোভিড সংক্রান্ত আইইডিসিআরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ের কারণে প্রচার পান তিনি।

কোভিড-১৯ সংক্রান্ত ব্যবস্থাপনা নিয়ে নানান ধরনের সমালোচনায় পড়তে হয় তাকে। অনলাইনে তাকে ব্যাক্তিগত আক্রমণও করেছে কেউ কেউ।

কীভাবে এসব সমালোচনা সামলেছেন তিনি, কিছু সমালোচনা কি তিনি একজন নারী বলেই করা হয়েছে, নাকি তার পদের কারণে?

দেশের গুরুত্বপূর্ন একটি পদে সংকটকালীন সময়ে দায়িত্ব পালন করার চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন বিবিসির শাহনেওয়াজ রকির সাথে।