ক্রিকেট মাঠ থেকে বাদ পড়ে এখন নিজেই খেলোয়াড় তৈরি করছেন বীথি
ঢাকা ফার্স্ট ডিভিশনের ম্যাচ চলাকালীন সময়ে নাক দিয়ে রক্ত পড়তে থাকে বীথির, এরপরে ক্রিকেট ছাড়তে হয় তাকে। কিন্তু থেমে থাকেননি তিনি।
"আমাকে ক্রিকেট ছাড়া থাকতে হবে এটা আমি কখনোই মানতে পারিনি। যখন আমার মাথায় আসে মেয়েদের তো ক্রিকেট একাডেমি নেই বাংলাদেশে। আমি কেন এটা শুরু করি না?
এবং আমি চেষ্টা করেছি যে আমি কোন কোন সমস্যাগুলোর মুখোমুখি হয়েছিলাম। এই সমস্যাগুলো যেন অন্য নারী ক্রিকেটাররা মুখোমুখি না হয় এই জন্যই আমি আবার ক্রিকেটে ফিরি এবং কোচিংয়ে মন দিই।"
কেমন চলছে রংপুরে বীথির এই ক্রিকেট একাডেমি জানতে দেখুন এই ভিডিওটি: