নাগোর্নো-কারাবাখ: যুদ্ধের হারজিত

ভিডিওর ক্যাপশান, নাগোর্নো-কারাবাখ: যুদ্ধের হারজিত

বিতর্কিত ভূখণ্ড নাগোর্নো-কারাবাখ নিয়ে লড়াই অবসানের লক্ষ্যে আর্মেনিয়া, রাশিয়া এবং আজারবাইজানের মধ্যে চুক্তি হয়েছে।

আর্মেনিয়ান প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এই চুক্তিকে "আমার নিজের এবং জনগণের জন্য অত্যন্ত বেদনাদায়ক" বলে বর্ণনা করেছেন।

এই লড়াইয়ে বিজয়ী হয়ে দখলকৃত এলাকা মুক্ত করার পর আজারবাইজানের বিভিন্ন শহরে আনন্দ উল্লাস করা হয়েছে।

নাগোর্নো-কারাবাখের আর্মেনিয়ান জাতিগোষ্ঠী এবং আজারবাইজানের মধ্যে ছয় সপ্তাহ ধরে যুদ্ধ চলার পর এই চুক্তি হয়।

এই চুক্তির পর দুপক্ষের প্রতিক্রিয়া।