করোনা ভাইরাস: এই জাহাজগুলিকে ভেঙে ফেলার সাথে মহামারির সম্পর্ক কী?
করোনাভাইরাস মহামারিতে কয়েক ডজন ক্রুজ লাইনারে সংক্রমণ ধরা পড়ার পর এই বিনোদন শিল্পটি একেবারে মুখ থুবড়ে পড়েছে।
ফলে বিশাল আকৃতির এই সব জাহাজ এখন বাতিল মাল।
একটু একটু করে এগুলোকে এখন ভেঙে ফেলা হচ্ছে।