ক্ষুদে রোবট, যা একদিন ক্যান্সার ধ্বংস করবে

ভিডিওর ক্যাপশান, ক্ষুদে রোবট, যা একদিন ক্যান্সার ধ্বংস করবে

যুক্তরাষ্ট্রের করনেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমন এক অতিক্ষুদ্র রোবট বানিয়েছেন - যা খালি চোখে দেখা যায় না, দেখতে হয় মাইক্রোস্কোপ দিয়ে।

এর চারটি 'পা' আছে, তা দিয়ে 'হাঁটতে'ও পারে এ রোবট।

বিজ্ঞানীরা বলছেন, এই রোবটকে একদিন মানুষের শরীরে ঢুকিয়ে কোন ব্যাকটেরিয়া বা ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করার কাজে ব্যবহার করা যাবে।