নারী কোরআন তেলাওয়াতকারীরা 'ইসলামিক ধারারই অংশ'

ভিডিওর ক্যাপশান, নারী কোরআন তেলাওয়াতকারীরা 'ইসলামিক ধারারই অংশ'

বিশ্বজুড়ে মুসলমানরা প্রার্থনার অংশ হিসেবে কোরআন তেলাওয়াত করেন। অনেকেই জনসম্মুখে কোরআন তেলাওয়াতে দক্ষ হয়ে উঠেছেন। তাদের মধ্যে বেশিরভাগই পুরুষ।

ইন্দোনেশিয়া ও মালেয়শিয়ায় নারীদের কোরআন তেলাওয়াতে উৎসাহ দেয়া হয়।

অনেক জায়গায় পুরুষের সামনে নারীদের তেলাওয়াতে নিষেধাজ্ঞা আছে, আবার অনেক ক্ষেত্রে নারী তেলাওয়াতকারীকে স্বীকৃতি দেয়া হয় না।

কিন্তু এই প্রথা ভাঙ্গার চেষ্টা করছেন নারীরাও। তারা মনে করছেন, নারীদের তেলাওয়াত করার রীতি 'ইসলামে অনেক আগে থেকেই প্রচলিত'।