ইয়েমেনে কোভিড-১৯: যে শহরে একটি ছাড়া সব হাসপাতাল বন্ধ হয়ে গিয়েছিল
ইয়েমেনে করোনাভাইরাস মহামারি যখন চরমে, তখন এডেন নগরীতে একটি মাত্র হাসপাতাল চালু ছিল। এডেনে থাকে প্রায় দশ লাখ মানুষ।
কোভিড-১৯ নিয়ে আতংকে এবং পিপিই-র সংকটের কারণে বেশিরভাগ ডাক্তার পালালেন।
ইয়েমেনে এই ভাইরাস ছড়ানোর ছয় মাস পর বিবিসি হচ্ছে প্রথম কোন আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম যারা সেখানে গিয়েছিল কীভাবে মানুষ করোনাভাইরাস মহামারির মোকাবেলা করছে তা দেখতে।