করোনা ভাইরাস: বৈরুতে ইথিওপিয়ান গৃহকর্মীদের বেতন দিতে না পেরে তাদের রাস্তায় ফেলে দিয়ে গেছে তাদের মনিবরা

ভিডিওর ক্যাপশান, বেতন দিতে না পেরে লেবাননে ইথিওপিয়ান গৃহকর্মীদের রাস্তায় ফেলে যাওয়ায় ক্ষোভ

করোনাভাইরাস মহামারির কারণে অর্থনৈতিক মন্দাবস্থায় ইথিওপিয়ান গৃহকর্মীদের বেতন দিতে না পেরে তারা যাদের কাছে কাজ করত তারা তাদের বৈরুতে এক দূতাবাসের বাইরে ফেলে দিয়ে গেছে।

করোনা সঙ্কটে লেবাননের অর্থনীতি ভেঙে পড়েছে । গত ছয় মাসে মুদ্রার অবমূল্যায়ন হয়েছে ৭০ শতাংশ।

গত কয়েক দিনে বৈরুতে ইথিওপিয়ান দূতাবাসের বাইরে শতাধিক ইথিওপিয়ান অভিবাসী গৃহকর্মীকে এভাবে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে।