বানজারের সুলতানের লুটের হীরা ফেরত দেয়ার দাবি
নেদারল্যান্ডের অ্যামস্টারডাম শহরের কয়েকশো বছর ধরে হীরা কাটা ও পালিশ করা হচ্ছে।
ঐ শহরের সবচেয়ে কুখ্যাত একটি হীরা হচ্ছে 'বানজারমাসিন ডায়মন্ড'।
এটি রিক্সমুসেয়াম জাদুঘরে রাখা রয়েছে।
সাড়ে তিনশো বছর আগে ইন্দোনেশিয়ায় ডাচ শাসনামলে এটি বানজারের সুলতানের কাছ থেকে লুট করা হয়েছিল।
এখন সুলতানের বংশধরেরা হীনাটি ফেরত চান।