করোনা ভাইরাস: 'আমি অনলাইনে জানাজা পড়াই'
করোনাভাইরাস মহামারিতে স্বাস্থ্য-কর্মীদের গুরুত্ব নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
তবে আধ্যাত্মিক ও ধর্মীয় স্বাধীনতার ওপর জাতিসংঘের বিশেষ র্যাপোটিয়ার বলছেন, হাসপাতালগুলোতে নিয়োজিত বিভিন্ন ধর্মের যাজকেরা - যারা মুমূর্ষু ও মৃত্যু পথযাত্রীদের পাশে থাকেন - তারা ঠিক সেই স্বীকৃতি পাচ্ছেন না।
বিবিসি এধরনের তিনজন ধর্মীয় নেতার সাথে কথা বলেছেন । এদের একজন দক্ষিণ আফ্রিকায় মৌলবী, ব্রাজিলে ইহুদি ধর্মের একজন র্যাবাই এবং যুক্তরাষ্ট্রের একজন বৌদ্ধ ধর্মগুরু।
তারা বলছেন, কোভিড-১৯ তাদের জীবনে কী প্রভাব ফেলেছে।