ঘূর্ণিঝড় আম্পান: পানি ও খাদ্যের অভাবে বিপর্যস্ত সাতক্ষীরার মানুষ
ঘূর্ণিঝড় আম্পানে বাংলাদেশের সাতক্ষীরায় চারটি উপজেলার বেড়িবাঁধ ভেঙে গিয়েছে।
ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবের পর সাতক্ষীরার উপকূলবর্তী এলাকাগুলোতে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়ায় সেখানে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
স্থানীয়দের অনেকে দিন পার করছেন নৌকায়। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় আশ্রয়কেন্দ্রে থাকতে আগ্রহী নন স্থানীয়রা। তাই রাত-দিন পার করছেন নৌকাতেই।
দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সঙ্কট। এমনকী আশ্রয়কেন্দ্রেও দেখা দিয়েছে খাবারের অভাব।
কিভাবে বিপর্যয় সামাল দিচ্ছে এ জনপদের মানুষ? দেখুন ভিডিওতে।