সাইক্লোন আম্পান যাত্রাপথে রেখে গেল ধ্বংসলীলা

বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের কিছু ছবি।

সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর ভেসে যায় জনপদ।

ছবির উৎস, MUNIR UZ ZAMAN

ছবির ক্যাপশান, সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর ভেসে যায় জনপদ।
কলকাতায় প্রবল বর্ষণের মধ্যে মানুষজনকে চলাফেরা করতে হচ্ছে।

ছবির উৎস, Pacific Press

ছবির ক্যাপশান, কলকাতায় প্রবল বর্ষণের মধ্যে মানুষজনকে চলাফেরা করতে হচ্ছে।
পশ্চিমবঙ্গের মেদিনীপুরে এক বিধ্বস্ত বাড়ি থেকে তৈজসপত্র উদ্ধারের চেষ্টা করছে এক পরিবার।

ছবির উৎস, DIBYANGSHU SARKAR

ছবির ক্যাপশান, পশ্চিমবঙ্গের মেদিনীপুরে এক বিধ্বস্ত বাড়ি থেকে তৈজসপত্র উদ্ধারের চেষ্টা করছে এক পরিবার।
আম্পান ছাড়েনি ধনী-গরীব কাউকেই। এখানে সাতক্ষীরায় এক গ্যারেজে বিধ্বস্ত গাড়ি।

ছবির উৎস, MUNIR UZ ZAMAN

ছবির ক্যাপশান, আম্পান ছাড়েনি ধনী-গরীব কাউকেই। এখানে সাতক্ষীরায় এক গ্যারেজে বিধ্বস্ত গাড়ি।
কলকাতার নেতাজি বিমানবন্দর নৌবন্দরের রূপ নিয়েছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, কলকাতার নেতাজি বিমানবন্দর নৌবন্দরের রূপ নিয়েছে।
কলাকাতায় আম্পানে বেহাল এক বিমান।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, কলাকাতায় আম্পানে বেহাল এক বিমান।
মংলায় আম্পানের শিকার এক বাড়ি।

ছবির উৎস, Abu Hossain Suman

ছবির ক্যাপশান, মংলায় আম্পানের শিকার এক বাড়ি।
এই দুর্যোগের মাঝেও মানুষ বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত।

ছবির উৎস, Abu Hossain Suman

ছবির ক্যাপশান, এই দুর্যোগের মাঝেও মানুষ বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। দৃশ্যটি মংলার।