কেনিয়ার এক বিশ্ববিদ্যালয় নিজ উদ্যোগে তৈরি করছে মাস্ক, পিপিই
কেনিয়ার ডেডান কিমাথি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেদেশের করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলার জন্য স্বেচ্ছামূলকভাবে কাজ করছে।
এখানকার ছাত্ররা মাস্ক, স্যানিটাইজার থেকে শুরু করে চিকিৎসাকর্মীদের জন্য পিপিই অর্থাৎ সুরক্ষামূলক জীবাণুরোধী পোশাক ইত্যাদি তৈরি করছে ।
তারা এখন সংকটজনক করোনাভাইরাস রোগীদের জন্য ভেন্টিলেটর তৈরিরও উদ্যোগ নিয়েছে।
বিবিসির আইজাক ওয়োম্বে এবং পিটার ওয়াকাবার তৈরি রিপোর্ট।