ফিনল্যান্ডের এই সিলকে কি জলবায়ু পরিবর্তন থেকে বাঁচানো যাবে?

ভিডিওর ক্যাপশান, ফিনল্যান্ডের এই সিলকে কি বাঁচানো যাবে?

ইউরোপের ইতিহাসে গত শীতকালে তাপমাত্রা ছিল সবচেয়ে বেশি। আর একারণে হুমকির মুখে পড়েছে সিল জাতীয় প্রাণীগুলো।

সিলের এরকম একটি প্রজাতির নাম সায়মা। পাওয়া যায় ফিনল্যান্ডের সায়মা লেকে।

বেঁচে থাকা ও বাচ্চা জন্ম দেওয়ার জন্য এদের বরফ ও তুষারের প্রয়োজন হয়। কিন্তু ওই লেকে তাপমাত্রা ছিল গড় তাপমাত্রার চেয়ে ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি।

এখন চেষ্টা চলছে জলবায়ুর এই পরিবর্তন থেকে সায়মা সিলকে রক্ষার।

দেখুন ভিডিওতে: