লিপ ইয়ার বা অধিবর্ষ: যে কারণে ২০১৬ সালের ২৯শে ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন এই দম্পতি

ভিডিওর ক্যাপশান, প্রতিটি বিয়েবার্ষিকীর জন্য যাদের চার বছরের অপেক্ষা

প্রথম বিয়েবার্ষিকী পালনের জন্য রুমি-শাওন দম্পতির চার বছরের অপেক্ষা শেষ হলো।

এই ২৯শে ফেব্রুয়ারি অবশ্য শাওনের দশম জন্মদিনও বটে।

জন্মের ওপর হয়তো হাত নেই, কিন্তু লিপ ইয়ার বা অধিবর্ষের এই অতিরিক্ত দিনটিতে কেন তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন?

এরকম একটি বিশেষ দিনে বিয়ে করার পরিকল্পনা সফল করবার জন্যই বা তাদের কতদিন অপেক্ষা করতে হয়েছিল?

তাদের এই সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসির সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট আহরার হোসেন এবং শুট-এডিট সাগর সারওয়ার।