হাত-পা বিহীন ইন্দোনেশীয় কিশোর টিও'র জীবন
ইন্দোনেশিয়ান কিশোর টিও-র জন্মই হয়েছে হাত-পা বিহীন অবস্থায়।
কিন্তু তা সত্ত্বেও ১৫ বছরের এই কিশোর মনে করে, তার জীবন খুবই সুন্দর।
টিও ভালোবাসে ভিডিও গেম খেলতে। তার মোবাইল ফোন দিয়ে সে চারপাশে কী ঘটছে তার সব খবর পায়।
এই ভিডিও ডায়েরিতে সে তুলে ধরেছে তার জীবনের কিছু চিত্র।