অদ্ভুতভাবে হাত-পা-শরীর বাঁকাতে পারেন আলেক্সেই

ভিডিওর ক্যাপশান, সার্কাসের কন্টরশনিস্ট আলেক্সেই

আলেক্সেই গলোবরোদকো হচ্ছেন একজন কন্টরশনিস্ট - যারা নানা অদ্ভুত ভঙ্গীতে হাত-পা-শরীর বাঁকিয়ে ফেলার কসরৎ দেখান।

তিনি এখন পৃথিবীবিখ্যাত একটি সার্কাস শো-র হয়ে পারফর্ম করেন।

চার বছর বয়স থেকেই তিনি এসব কলাকৌশল দেখিয়ে আসছেন।

ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল সার্কাসে যোগ দেয়া। তার সেই স্বপ্ন পূরণ হয়েছে।

তিনি এখন মেক্সিকোর সার্কে দু সোলেইল-এর লুজিয়া নামের শো-র সাথে সারা পৃথিবী ভ্রমণ করছেন।