২০ বছরে প্রায় ৬ লাখ অতিথি পাখির আগমন কমেছে, কারণ কী?
১৯৯৪ সালে বাংলাদেশে অতিথি পাখি এসেছিল ৮ লাখের বেশি। ২০১৪ সালে এ সংখ্যা নেমে এসেছে ২ লাখের নিচে। অর্থাৎ গত ২০ বছরে প্রায় ৬ লাখ পাখি আসা কমে গেছে।
কারণ বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার উন্নয়নের ফলে দালান কোটা বাড়ছে, দখল হয়ে যাচ্ছে পাখির আবাসস্থল। ফলে যেসব এলাকায় লোক সমাগম বেশি ওখানে পাখি আসা দ্রুত কমছে।
যদিও গেলো কয়েক বছরে বাংলাদেশের কয়েকটি অঞ্চলে পাখি আসার পরিমাণ বেড়েছে, কিন্তু বিশ্বজুড়ে মোট পাখির পরিমাণ কমছে উদ্বেগজনক হারে।