চোখের সামনে যেভাবে জন্ম নিল নতুন একটি ভাষা

ভিডিওর ক্যাপশান, নতুন একটি ভাষার জন্ম

১৯৮০ এর দশকে নিকারাগুয়ার বধির শিশুরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য একটি বিশেষ ভাষা ব্যবহার আবিষ্কার করেছিল।

যার মাধ্যমে বিশেষজ্ঞদের জানার সুযোগ হয়েছিল যে, মানব যোগাযোগ কীভাবে বিকশিত হয়েছিল।

আমেরিকার ভাষাবিদ জুডি শেপার্ড-কেগল বর্তমানে যেটি নিকারাগুয়ার সাংকেতিক ভাষা নামে পরিচিত তার উদ্ভবকে নথিবদ্ধ করেছেন।