পঙ্গপাল তাড়াতে গুলি, টিয়ারগ্যাস, সাইরেন
পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া ও ইথিওপিয়ায় ফসলের ক্ষেতে পঙ্গপালের আক্রমণ ঠেকানোর জন্য ব্যবহার করা হচ্ছে বন্দুক, টিয়ারগ্যাস এবং সাইরেন।
পঙ্গপাল একধরণের ফড়িং জাতীয় পোকা যা বিশাল বিশাল ঝাঁকে বিচরণ করে। এদের আক্রমণে বড় বড় ফসলের ক্ষেত ধ্বংস হয়ে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন।