ছবিতে প্রিন্স হ্যারি ও মেগানের দাম্পত্য জীবন

ডিউক এবং ডাচেস অব সাসেক্স ব্রিটিশ রাজ পরিবারের শীর্ষ সদস্যের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তাঁরা বলেছেন, এখন তাঁরা তাদের সময় যুক্তরাজ্য এবং উত্তর আমেরিকার মধ্যে ভাগ করে কাটাবেন এবং 'আর্থিকভাবে স্বনির্ভর' হওয়ার চেষ্টা করবেন।

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল

ছবির উৎস, PA Media

ছবির ক্যাপশান, ২০১৬ সালে কেনসিংটন প্যালেস এক বিবৃতিতে নিশ্চিত করে যে, প্রিন্স হ্যারি এক মার্কিন অভিনেত্রীর সাথে 'কয়েক মাস ধরে' প্রেম করছেন। ২০১৭ সালে টরেন্টোতে হুইল চেয়ার টেনিস ম্যাচ দেখার সময় সর্বপ্রথম জনসমক্ষে একসাথে ফ্রেমবন্দী হন।
হ্যারি ও মেগান

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, জনসমক্ষে ফ্রেমবন্দী হওয়ার কয়েক সপ্তাহ পর তাঁরা বাগদানের ঘোষণা দেন। বিবিসি নিউজকে মেগান বলেন, হ্যারির বিয়ের প্রস্তাব ছিল "চমৎকার অবাক করা বিষয়, এটা ছিল খুবই মিষ্টি, স্বতস্ফূর্ত ও প্রেমময়।"
২০১৮ সালের ফেব্রুয়ারিতে এই যুগল সর্বপ্রথম হ্যারির ভাই এবং ভাবী ডিউক এবং ডাচেস অব কেমব্রিজের সাথে রয়াল ফাউন্ডেশন চ্যারিটির এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এই যুগল সর্বপ্রথম হ্যারির ভাই এবং ভাবী ডিউক এবং ডাচেস অব কেমব্রিজের সাথে রয়াল ফাউন্ডেশন চ্যারিটির এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মেগান ও হ্যারি

ছবির উৎস, PA

ছবির ক্যাপশান, ২০১৮ সালের ১৯ মে উইন্ডসর ক্যাসেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই যুগল। যেখানে আমন্ত্রণ জানানো হয় ১২০০ সাধারণ মানুষকে। ঘোড়ার গাড়িতে চড়ে পুরো শহর ঘুরে বেড়ান তাঁরা।
উইন্ডসর ক্যাসেলে ঘুরে বেড়ানোর সময় রাস্তার দুই পাশে জড়ো হয় এক লাখের বেশি শুভানুধ্যায়ী

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, উইন্ডসর ক্যাসেলে ঘুরে বেড়ানোর সময় রাস্তার দুই পাশে জড়ো হয় এক লাখের বেশি শুভানুধ্যায়ী
সেন্ট জর্জেস চ্যাপেলে রানী এবং ৬০০ অতিথির সামনে আংটি বদল করেন এই যুগল

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, সেন্ট জর্জেস চ্যাপেলে রানী এবং ৬০০ অতিথির সামনে আংটি বদল করেন এই যুগল
সেন্ট জর্জেস চ্যাপেলের সিঁড়িতে পরস্পর চুমু খান নব দম্পতি

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, সেন্ট জর্জেস চ্যাপেলের সিঁড়িতে পরস্পর চুমু খান নব দম্পতি
রানী, ডিউহ অব এডিনবরা এবং রাজ পরিবারের অন্য সদস্যরা বিয়েতে উপস্থিত ছিলেন।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, রানী, ডিউক অব এডিনবরা এবং রাজ পরিবারের অন্য সদস্যরা বিয়েতে উপস্থিত ছিলেন।
বিয়ের অনুষ্ঠানের পর হাত ধরেন সদ্য বিবাহিত দম্পতি

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, বিয়ের অনুষ্ঠানের পর হাত ধরেন সদ্য বিবাহিত দম্পতি
মেগান ও রানী

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ২০১৮ সালের জুনে মারসি গেটওয়ে ব্রিজ এবং স্টোরিহাউস থিয়েটারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো রানী এবং ডাচেস এক সাথে অংশ নেন।
মেগান ও হ্যারি

ছবির উৎস, CHRIS JACKSON/GETTY IMAGES

ছবির ক্যাপশান, শরতে কেনসিংটন প্যালেস মেগানের গর্ভবতী হওয়ার খবর ঘোষণা করে এবং জানায় যে, বসন্তে সন্তান জন্ম দিতে যাচ্ছেন তিনি। এই ঘোষণার কিছু দিন পরেই যুগল হিসেবে আনুষ্ঠানিক প্রথম বিদেশ সফরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি এবং টঙ্গোতে যান।
বাগদানের ঘোষণার পরে অস্ট্রেলিয়ার সিডনিতে ওয়ানওয়েভ নামে একটি সার্ফিং কমিউনিটি গ্রুপের সাথে ছবি তোলেন এই দম্পতি যারা মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বাগদানের ঘোষণার পরে অস্ট্রেলিয়ার সিডনিতে ওয়ানওয়েভ নামে একটি সার্ফিং কমিউনিটি গ্রুপের সাথে ছবি তোলেন এই দম্পতি যারা মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করে।
২০১৯ সালের ৬মে একটি ছেলে সন্তানের জন্ম দেন মেগান যার নাম রাখা হয় আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসর। হ্যারি সাংবাদিকদের বলেন, 'এ পর্যন্ত লাভ করা সবচেয়ে মধুর অভিজ্ঞতা এটি।'

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ২০১৯ সালের ৬ই মে একটি ছেলে সন্তানের জন্ম দেন মেগান। তার নাম রাখা হয় আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসর। হ্যারি সাংবাদিকদের বলেন, 'এ পর্যন্ত লাভ করা সবচেয়ে মধুর অভিজ্ঞতা এটি।'
২০১৯ সালের জুনে, এই যুগল ঘোষণা দেন যে তারা ডিউক এবং ডাচেস অব কেমব্রিজের সাথে যৌথ চ্যারিটি থেকে সরে আসবেন তাদের নিজেদের আলাদা চ্যারিটি প্রতিষ্ঠার জন্য।

ছবির উৎস, PA Media

ছবির ক্যাপশান, ২০১৯ সালের জুনে, এই যুগল ঘোষণা দেন যে তারা ডিউক এবং ডাচেস অব কেমব্রিজের সাথে যৌথ চ্যারিটি থেকে সরে আসবেন তাদের নিজেদের আলাদা চ্যারিটি প্রতিষ্ঠার জন্য।
গত শরতে, বাবা-মায়ের সাথে প্রথম রয়াল সফরে আফ্রিকার দক্ষিণাঞ্চলে যান আর্চি এবং যেখানে আর্চবিশপ ডেসমান্ড টুটুর সাথে সাক্ষাৎ হয় তাঁর।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, গত শরতে, বাবা-মায়ের সাথে প্রথম রয়াল সফরে আফ্রিকার দক্ষিণাঞ্চলে যান আর্চি এবং যেখানে আর্চবিশপ ডেসমান্ড টুটুর সাথে সাক্ষাৎ হয় তাঁর।
কানাডায় থাকার সময় আর্চির সাথে হাস্যোজ্জ্বল এই ছবিটি ইনস্টাগ্রামে প্রকাশ করেন এই দম্পতি।

ছবির উৎস, PA Media

ছবির ক্যাপশান, কানাডায় থাকার সময় আর্চির সাথে হাস্যোজ্জ্বল এই ছবিটি ইনস্টাগ্রামে প্রকাশ করেন এই দম্পতি।
কানাডা হাউজে পরিদর্শনে গিয়ে এক সাথে ফ্রেমবন্দী হন এই যুগল।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, কানাডা হাউজে পরিদর্শনে গিয়ে এক সাথে ফ্রেমবন্দী হন এই যুগল।