আইফোন, হুয়াওয়ে নাকি গুগল: ক্যামেরায় কোনটি সেরা?

ভিডিওর ক্যাপশান, আইফোন, হুয়াওয়ে নাকি গুগল: ক্যামেরায় কোনটি সেরা?

হুয়াওয়ে মেট থার্টি প্রো, আইফোন ইলেভেন প্রো এবং গুগল পিক্সেল ফোর, গত বছর জুড়ে এ তিনটি স্মার্টফোন আলোচনায় ছিল।

নিজেদের নানা ফিচার দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার প্রতিযোগিতা ছিল তাদের।

আর তিনটি ফোনই দাবী করেছে রাতে তারা দারুণ ছবি তোলে। তো চলুন দেখে নেই কার দাবী কতটুকু সত্যি।

ভিডিওটি দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলেও

বিবিসি বাংলার অন্যান্য খবর: