অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলের শিউরে ওঠা কিছু মুহূর্তের ছবি

অস্ট্রেলিয়ায় মারাত্মক দাবানল দেশটির বিস্তীর্ণ অঞ্চলে ক্রমশ ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া জুড়ে ১২০০ ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। নিখোঁজ রয়েছে অন্তত ১৭জন। শুক্রবার থেকে রাজ্যটিতে সপ্তাহব্যাপী জরুরি অবস্থা চলছে।

নওরা শহরের আশেপাশে দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছে দমকলকর্মীরা।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, নওরা শহরের আশেপাশে দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছে দমকলকর্মীরা।
দাবানলের কারণে কর্তৃপক্ষ জরুরী অবস্থা ঘোষণা

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, দাবানলের কারণে জরুরী অবস্থা জারি হওয়ায়, স্থানীয় কর্তৃপক্ষ জোর করে বাসিন্দাদের সরিয়ে নিতে পারবে, রাস্তা বন্ধ করতে পারবে।
দমকলকর্মী

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, নিউ সাউথ ওয়েলসের নওরা শহরের কাছে মানুষের বসতি বাঁচানোর চেষ্টায় একটি দমকলকর্মী গাছ ভেঙে ফেলছেন।
নিউ সাউথ ওয়েলস শহরের জেরাওয়াঙ্গালায় একজন দমকলকর্মী আগুন নিরোধক ফোম স্প্রে করছেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, নিউ সাউথ ওয়েলস শহরের জেরাওয়াঙ্গালায় একজন দমকলকর্মী আগুন নিরোধক ফোম স্প্রে করছেন।
অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনের কাছে আগুন থেকে ব্রাশটেল পোসামকে উদ্ধার করেন তিনি।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ট্রেসি বার্গেস, ওয়াইল্ডলাইফ ইনফরমেশন, রেসকিউ এবং এডুকেশন সার্ভিসেস (ডাব্লুআইআরইএস) এর একজন স্বেচ্ছাসেবক, অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনের কাছে আগুন থেকে ব্রাশটেল পোসামকে উদ্ধার করেন তিনি।
ব্লু মাউন্টেইন থেকে এই ক্যাঙ্গারুটি উদ্ধার করেন স্বেচ্ছাসেবকরা।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ব্লু মাউন্টেইন থেকে এই ক্যাঙ্গারুটি উদ্ধার করেন স্বেচ্ছাসেবকরা।
ভিক্টোরিয়ার ইস্ট গিপসল্যান্ডের বেম নদী এবং ক্যান নদীর মাঝে শহরতলি দাবানলে জ্বলছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ভিক্টোরিয়ার ইস্ট গিপসল্যান্ডের বেম নদী এবং ক্যান নদীর মাঝে শহরতলি দাবানলে জ্বলছে।
ক্যান রিভার শহরের বাসিন্দাদের ইস্ট গিপসল্যান্ডের অরবস্টে সরিয়ে নেওয়া হয়।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ক্যান রিভার শহরের বাসিন্দাদের ইস্ট গিপসল্যান্ডের অরবস্টে সরিয়ে নেওয়া হয়।
দাবানলের ধোঁয়া। ভিক্টোরিয়ার ইস্ট গিপসল্যান্ডের ছবি।

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, দাবানলের ধোঁয়া। ভিক্টোরিয়ার ইস্ট গিপসল্যান্ডের ছবি।
বেইটম্যানস বে'তে দাবানলে পুড়ে যাওয়া একটি বাড়ি

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, বেইটম্যানস বে'তে দাবানলে পুড়ে যাওয়া একটি বাড়ি। যার সুইমিং পুলের আশেপাশে ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়।
নতুন বছরের শুরুতে উপগ্রহ থেকে ধারণ করা বেটসম্যানস বে-এর একটি ছবি।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, নতুন বছরের শুরুতে উপগ্রহ থেকে ধারণ করা বেটসম্যানস বে-এর একটি ছবি।
নিউ সাউথ ওয়েলসের কোবারগোতে একটি রাস্তার পাশে পুড়ে যাওয়া বসতির ধ্বংসাবশেষ।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, নিউ সাউথ ওয়েলসের কোবারগোতে একটি রাস্তার পাশে পুড়ে যাওয়া বসতির ধ্বংসাবশেষ।
নওরা শহরের একটি আবাসিক এলাকা থেকে একটি ঘোড়া সরে যাওয়ার চেষ্টা করছে।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, নওরা শহরের একটি আবাসিক এলাকা থেকে একটি ঘোড়া সরে যাওয়ার চেষ্টা করছে।
ভিক্টোরিয়া রাজ্য সরকারের একটি ছবিতে দেখা গেছে যে ইস্ট গিপসল্যান্ডের বায়ার্নডেলে দাবানল নিয়ন্ত্রণে একটি হেলিকপ্টার চেষ্টা করে যাচ্ছে।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, ভিক্টোরিয়া রাজ্য সরকারের একটি ছবিতে দেখা গেছে যে ইস্ট গিপসল্যান্ডের বায়ার্নডেলে দাবানল নিয়ন্ত্রণে একটি হেলিকপ্টার চেষ্টা করে যাচ্ছে।
ভিক্টোরিয়ার ইস্ট গিপসল্যান্ড অঞ্চলে বায়ার্নডেলের কাছে আগুনের লেলিহান শিখা।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, ভিক্টোরিয়ার ইস্ট গিপসল্যান্ড অঞ্চলে বায়ার্নডেলের কাছে আগুনের লেলিহান শিখা।
নওরা শহরের আশেপাশে গাছ কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, নওরা শহরের আশেপাশে গাছ কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস।
নিউ সাউথ ওয়েলসের বেগা শহরে একটি গৃহহারা পরিবার কাছের একটি আশ্রয় শিবিরে বসে আছে।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, নিউ সাউথ ওয়েলসের বেগা শহরে একটি গৃহহারা পরিবার কাছের একটি আশ্রয় শিবিরে বসে আছে।
নওরার আশেপাশে গাছে আগুন ধরার কারণে এর শিখা অনেক দূর ছড়িয়ে পড়ছে।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, নওরার আশেপাশে গাছে আগুন ধরার কারণে এর শিখা অনেক দূর ছড়িয়ে পড়ছে।
"ক্যারামেলাইজড" তুষার

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, নিউজিল্যান্ডের ওয়েস্টল্যান্ড তাই পাউতিনি জাতীয় উদ্যানের ফ্রাঞ্জ জোসেফ গ্লেসিয়ারের কাছে "ক্যারামেলাইজড" তুষার দেখা যায়। অস্ট্রেলিয়ান দাবানল থেকে সৃষ্টি ধুলাবালি থেকে এই ধরণের তুষারপাত হয়।
ইস্ট গিপসল্যান্ডে আগুন থেকে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

ছবির উৎস, DELWP GIPPSLAND / EPA

ছবির ক্যাপশান, ইস্ট গিপসল্যান্ডে আগুন থেকে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
ইস্ট গিপসল্যান্ডের সার্সফিল্ডে আগুনে ক্ষতিগ্রস্থ বসতি।

ছবির উৎস, SHUTTERSTOCK

ছবির ক্যাপশান, ইস্ট গিপসল্যান্ডের সার্সফিল্ডে আগুনে ক্ষতিগ্রস্থ বসতি।
ধ্বংসস্তূপ

ছবির উৎস, SHUTTERSTOCK

ছবির ক্যাপশান, দাবানলে পুড়ে যাওয়া একটি বসতি।
ইস্ট গিপসল্যান্ডের মাল্লাকুটায় ক্ষতিগ্রস্থ একটি এলাকা।

ছবির উৎস, SHUTTERSTOCK

ছবির ক্যাপশান, ইস্ট গিপসল্যান্ডের মাল্লাকুটায় ক্ষতিগ্রস্থ একটি এলাকা।
অব্যাহত দাবানল ভিক্টোরিয়ার মাল্লাকুটার আকাশকে লাল করে তোলে।

ছবির উৎস, SHUTTERSTOCK

ছবির ক্যাপশান, অব্যাহত দাবানল ভিক্টোরিয়ার মাল্লাকুটার আকাশকে লাল করে তোলে।
ক্যাঙ্গারু

ছবির উৎস, MATTHEW ABBOTT / NEW YORK TIMES / REDUX / EYEVINE

ছবির ক্যাপশান, নববর্ষের আগের দিন কনজোলায় একটি ক্যাঙ্গারু জ্বলন্ত বাড়ির পাশ দিয়ে ছুটে যায়।
মোগো চিড়িয়াখানা

ছবির উৎস, MOGO WILDLIFE PARK

ছবির ক্যাপশান, মোগো চিড়িয়াখানার বানর, পান্ডা, এমনকি একটি বাঘসহ সব প্রাণীদের উদ্ধার করে সংরক্ষণ করতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ।