উৎসব থেকে বিপ্লব: ২০১৯ সালে আফ্রিকার সেরা কিছু ছবি

আফ্রিকায় বা আফ্রিকা নিয়ে সেরা কিছু ছবি: উৎসব থেকে বিপ্লব

ইথিওপিয়ায় থ্যাংকসগিভিং উৎসবে যোগ দেয়া এই ব্যক্তি 'দাবে' পরিধান করেছেন। আদ্দিস আবাবায় এক শতাব্দীর মধ্যে এবারই প্রথম এই উৎসব হলো
ছবির ক্যাপশান, ইথিওপিয়ায় থ্যাংকসগিভিং উৎসবে যোগ দেয়া এই ব্যক্তি 'দাবে' পরিধান করেছেন। আদ্দিস আবাবায় এক শতাব্দীর মধ্যে এবারই প্রথম এই উৎসব হলো
সিরিয়ার দেয়ালে ম্যুরাল। মূলত সুদানের আলা সালাহর দ্বারা উজ্জীবিত অধিকারকর্মীরা তার এ ম্যুরাল এঁকেছে সেখানে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সিরিয়ার দেয়ালে ম্যুরাল। মূলত সুদানের আলা সালাহর দ্বারা অনুপ্রাণিত অধিকারকর্মীরা তার এ ম্যুরাল এঁকেছে সেখানে
জলবায়ু পরিবর্তনের ধকল মোকাবেলায় ইথিওপিয়া সরকার বড় ধরনের বনায়নের কর্মসূচি নিয়েছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, জলবায়ু পরিবর্তনের ধকল মোকাবেলায় ইথিওপিয়া সরকার বড় ধরনের বনায়নের কর্মসূচি নিয়েছে
জিম্বাবুয়েতে রবার্ট মুগাবের মৃত্যুর পর তার একজন সমর্থক

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, জিম্বাবুয়েতে রবার্ট মুগাবের মৃত্যুর পর তার একজন সমর্থক
দক্ষিণ আফ্রিকায় রবার্ট মুগাবের মূর্তি। দেশটিতে সাদাদের শাসন অবসানে সহায়তার জন্য অনেক আফ্রিকানই তাকেও কৃতিত্ব দেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দক্ষিণ আফ্রিকায় রবার্ট মুগাবের মূর্তি। দেশটিতে সাদাদের শাসন অবসানে সহায়তার জন্য অনেক আফ্রিকানই তাকেও কৃতিত্ব দেন
বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান বিধ্বস্তের পর ইথিওপিয়া স্বজনদের কান্না। ওই দুর্ঘটনায় ১৫৭ জন নিহত হয়েছিলো

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান বিধ্বস্তের পর ইথিওপিয়া স্বজনদের কান্না। ওই দুর্ঘটনায় ১৫৭ জন নিহত হয়েছিলো
আফ্রিকার দক্ষিণাঞ্চলে দুটি ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত এলাকা। প্রায়৯০০ মানুষের মৃত্যু হয়েছিলো তাতে। আর এতে সবচেয়ে ক্ষতির শিকার হয়েছে মোজাম্বিক

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, আফ্রিকার দক্ষিণাঞ্চলে দুটি ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত এলাকা। প্রায় ৯০০ মানুষের মৃত্যু হয়েছিলো তাতে। আর এতে সবচেয়ে ক্ষতির শিকার হয়েছে মোজাম্বিক
দক্ষিণ ও পূর্ব আফ্রিকা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। খরার কারণে বতসোয়ানা, লেসোথো, নামিবিয়া ও জিম্বাবুয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিলো। কারণ এতে শস্য ধ্বংস হওয়া ছাড়াও বহু প্রাণীর মৃত্যু হয়েছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দক্ষিণ ও পূর্ব আফ্রিকা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। খরার কারণে বতসোয়ানা, লেসোথো, নামিবিয়া ও জিম্বাবুয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিলো। এতে শস্য ধ্বংস হওয়া ছাড়াও বহু প্রাণীর মৃত্যু হয়
মরক্কোর একটি বিয়ে উৎসবে গত সেপ্টেম্বরে এই ছবিটি তোলা হয়। উত্তর আফ্রিকার আদিবাসী এই নারীরা সেলফি তুলছিলেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মরক্কোর একটি বিয়ে উৎসবে গত সেপ্টেম্বরে এই ছবিটি তোলা হয়। উত্তর আফ্রিকার আদিবাসী এই নারীরা সেলফি তুলছিলেন
নুবিয়ার একটি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর একজন বিয়ের কন্যা। গত অগাস্টে কেনিয়ার নাইরোবিতে এই ছবিটি তোলা হয়। নুবিয়ারা মূলত সুদানের। একশ বছর আগের দিকে তারা কেনিয়ায় আসেন সুদান থেকে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, নুবিয়ার একটি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর একজন বিয়ের কন্যা। গত অগাস্টে কেনিয়ার নাইরোবিতে এই ছবিটি তোলা হয়। নুবিয়ারা মূলত সুদানের। প্রায় একশ বছর আগে তারা কেনিয়ায় আসেন সুদান থেকে।
জাতীয় ফুটবল দলের আফ্রিকায় নেশনস কাপ জেতার পর দলকে ঘিরে আলজেরিয়ায় মানুষের উল্লাস। সেনেগালকে ১-০ গোলে হারিয়ে গত জুলাইতে কাপ জিতে নেয় তারা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, জাতীয় ফুটবল দলের আফ্রিকায় নেশনস কাপ জেতার পর দলকে ঘিরে আলজেরিয়ায় মানুষের উল্লাস। সেনেগালকে ১-০ গোলে হারিয়ে গত জুলাইতে কাপ জিতে নেয় তারা
রাগবি বিশ্বকাপে সিয়া কলিসা প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে দলের অধিনায়ক হওয়া ও এরপর ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে দেয়ার পর সমর্থকদের উল্লাস

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, রাগবি বিশ্বকাপে সিয়া কলিসা প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে দলের অধিনায়ক হওয়া ও এরপর ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে দেয়ার পর সমর্থকদের উল্লাস
এপ্রিলে প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফলিকার পদত্যাগের দাবিতে তুমুল আন্দোলন গড়ে ওঠে আলজেরিয়ায়। যে আন্দোলন অব্যাহত ছিলো তার বিদায় পর্যন্ত।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, এপ্রিলে প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফলিকার পদত্যাগের দাবিতে তুমুল আন্দোলন গড়ে ওঠে আলজেরিয়ায়। যে আন্দোলন অব্যাহত ছিলো তার বিদায় পর্যন্ত।
জুলুদের ঐতিহ্যবাহী রিড ড্যান্স। জুলুদের মিথ অনুযায়ী একজন নার যদি কুমারি না হন তাহলে তার হাতের লাঠি ভেঙ্গে গিয়ে সে বিব্রত হবে প্রকাশ্যে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, জুলুদের ঐতিহ্যবাহী রিড ড্যান্স। জুলুদের মিথ অনুযায়ী একজন নার যদি কুমারী না হন তাহলে তার হাতের লাঠি ভেঙ্গে গিয়ে সে বিব্রত হবে প্রকাশ্যে
কেনিয়ায় খরাপীড়িত তুরকানা অঞ্চলে নিজের বাড়ির সামনে একটি শিশু

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, কেনিয়ায় খরাপীড়িত তুরকানা অঞ্চলে নিজের বাড়ির সামনে একটি শিশু
আলা সালাহ। সুদানের শাসক ওমর আল বশিরের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের প্রতিক

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, আলা সালাহ। সুদানের শাসক ওমর আল বশিরের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের প্রতীক। পরে সামরিক বাহিনীর হস্তক্ষেপে বিদায় নেন ওমর আল বশির
লাগোসে ক্রিসমাস ক্যারোল সার্ভিসের জন্য সেজেছেন এই নারীরা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, লাগোসে ক্রিসমাস ক্যারোল সার্ভিসের জন্য সেজেছেন এই নারীরা
ইস্টারে কেনিয়ার রাজধানী নাইরোবীতে তোলা ছবি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইস্টারে কেনিয়ার রাজধানী নাইরোবিতে তোলা ছবি
নাইজেরিয়ার প্রধান শহর লাগোসে ক্রিসমাস সজ্জা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, নাইজেরিয়ার প্রধান শহর লাগোসে ক্রিসমাস সজ্জা
নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইয়ুরুবা নৃ গোষ্ঠীর হাজার হাজার প্রাণীবাদী মানুষ। তারা ছশো বছরের পূরনো একটি উৎসবে যোগ দিচ্ছিলেন
ছবির ক্যাপশান, নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইয়ুরুবা নৃ গোষ্ঠীর হাজার হাজার প্রাণীবাদী মানুষ। তারা ছশো বছরের পূরনো একটি উৎসবে যোগ দিচ্ছিলেন
কিনশাসায় ঈদের নামাজ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, কিনশাসায় ঈদের নামাজ
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসায় গাছে ওঠে বিরোধী নেতা ফেলিক্স টিশিসেকেডির প্রেসিডেন্ট হিসেবে শপথ অনুষ্ঠান দেখছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসায় গাছে উঠে লোকজন বিরোধী নেতা ফেলিক্স টিশিসেকেডির প্রেসিডেন্ট হিসেবে শপথ অনুষ্ঠান দেখছে