দিল্লির 'অক্সিজেন বার' কি ভয় বেচে ব্যবসা করার কৌশল
পৃথিবীর অন্যতম দূষিত বায়ুর নগরীগুলোর একটি দিল্লি, যেখানে বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনক হারে বেশি।
তাই এই শহরের নাগরিকদের বিভিন্ন ফ্লেভারের সুগন্ধি অক্সিজেন দেয়ার উদ্দেশ্যে তৈরি হয়েছে 'অক্সিজেন বার।'
চিকিৎসকরা এই পদ্ধতির গুণাগুণ নিয়ে সন্দিহান হলেও সাধারণ মানুষের মধ্যে বেশ জনপ্রিয় এই অক্সিজেন বার।
১৫ মিনিটের জন্য অক্সিজেন বার ব্যবহার করতে হলে খরচ করতে হয় ৪৯৯ রুপি।