খেয়া পারাপার করছেন দৃষ্টি প্রতিবন্ধী জেসমিন
মুন্সীগঞ্জে লোকজনকে নদীর এক পার থেকে আরেক পারে নিয়ে যান জেসমিন বেগম, যিনি একজন আংশিক দৃষ্টি প্রতিবন্ধী।
হার্ট অ্যাটাকে স্বামীর মৃত্যুর পর সংসার চালাতে তিনি ট্রলার চালাতে শুরু করেন।
বাংলাদেশের মতো একটি দেশে নারীদের এই কাজ করার ঘটনা খুবই বিরল।