ডলফিন যেভাবে প্রতিবন্ধীদের সাহায্য করছে

ভিডিওর ক্যাপশান, ডলফিন যেভাবে প্রতিবন্ধীদের সাহায্য করছে

হাত ছাড়াই জন্মেছিল লিও। তার পা দুটিও সমান ছিলনা। কিন্তু ডলফিনের সাথে সাঁতার কাটা তাকে নতুন করে স্বাধীনতা দিয়েছে।

এটা একধরণের থেরাপি যেটাকে বলা হচ্ছে বটোথেরাপি।

আমাজনের গোলাপি রঙা ডলফিনের সাথে সাঁতার কাটাকে বলা হয় বটোস।

সেখান থেকে বটোথেরাপি। কীভাবে করা হয় এটা?

দেখুন ভিডিওতে:

বিবিসি বাংলায় আরো খবর