বলা হচ্ছে, শিক্ষা নয় - বিশ্ববিদ্যালয়গুলোয় এখন রাজনীতিই মুখ্য
বাংলাদেশে এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা প্রায় অর্ধশত। সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন স্থানে নতুন নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। সারাদেশে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থী সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এসব প্রতিষ্ঠানের জন্য বিশাল অংকের উন্নয়ন বাজেটও রাখছে সরকার। কিন্তু দেখা যাচ্ছে, আন্তর্জাতিকভাবে শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর যে র্যাংকিং সেখানে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় নেই। ফলে প্রশ্ন উঠছে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে শিক্ষা-গবেষণাসহ নতুন জ্ঞান সৃষ্টির কাজ কতটা হচ্ছে?