হুইলচেয়ার আরোহী দুই তরুন-তরুনীর প্রেম, বিয়ে আর নিত্যদিনের খুনসুঁটির গল্প

ভিডিওর ক্যাপশান, হুইলচেয়ারে প্রেম

মনির হোসেন সিকদার ৫ তলা বাড়ির এক ছাদ থেকে আরেক ছাদে লাফিয়ে পার হতে গিয়ে নিচে পড়ে যান। অন্যদিকে গার্মেন্টসে আগুন ধরলে প্রাণে বাঁচতে ৬ তলা থেকে নিচে ঝাঁপ দেন পারভিন আকতার।

মাত্র ৯ বছর বয়সে তাকেও পঙ্গু হতে হয়। চিকিৎসা শেষে দুজনেরই ভরসা হুইলচেয়ার।

নিজেদের ভবিষ্যৎ শেষ হয়ে গেছে ভেবে যখন আশা ছেড়ে দিয়েছেন তখন পারভিন ও মনিরের দেখা হয় সাভার সিআরপিতে।

চিকিৎসা নিতে এসে দুজনের পরিচয়, এরপর প্রেম এবং বিয়ে। কীভাবে হুইলচেয়ারের দুই আরোহী প্রেমে পড়লেন, কীভাবে সংসার করছেন, নিজেদের ভালোবাসা আর মান-অভিমানের গল্প করেছেন বিবিসির শাহনেওয়াজ রকির সাথে।