আঙ্গুলে আঙ্গুলে কুস্তি করতে দেখেছেন কখনও?

জার্মানির স্বাধীন রাজ্য ব্যাভারিয়ায় আয়োজন করা হয়েছে কুস্তি প্রতিযোগিতার। যেখানে খেলোয়াড়রা লড়াই করেন তাদের একটি আঙ্গুল দিয়ে। ভিন্নধর্মী এই খেলা দেখতে সেখানে ভীড় করেন অসংখ্য মানুষ।

ফিঙ্গারহ্যাকেন প্রতিযোগিতা

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, জার্মান ফিঙ্গার রেসলিং বা ফিঙ্গারহ্যাকেন প্রতিযোগিতা পরিচালনা করছেন একজন রেফারি। এই খেলাটি অস্ট্রিয়াতেও ব্যাপক প্রচলিত।
আঙ্গুল ফাইট।

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, কেবল একটি আঙ্গুল ব্যবহার করে ছোট চামড়ার গিট নিজের দিকে সজোরে টানতে হয়। যিনি তার প্রতিপক্ষের আঙ্গুল টেনে টেবিল এ পারে আনতে পারবেন, তাকেই বিজয়ী বিবেচনা করা হয়।
আঙ্গুল প্রতিযোগিতা।

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, দক্ষিণ জার্মানির গার্মিশ পাটেনকিরখিনে এই বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবার ছিল এর ৬০তম আসর। এই খেলাটির উৎপত্তি কোথায় এবং কিভাবে হয়েছে সে বিষয়ে এখনও কোন তথ্য মেলেনি।
আঙ্গুল প্রতিযোগিতা।

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অনেক শারীরিক ধকল পোহাতে হয়। কেননা খেলতে গিয়ে আঙ্গুল কেটে যাওয়া, চামড়া ছিলে যাওয়া, জ্বালাপোড়া হওয়া এমনকি আঙ্গুলের হাড় সরে যাওয়া বা ভেঙ্গে যাওয়ার মতো ঘটনাও ঘটে থাকে।
চামড়ার গিট টানাটানি

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, যেসব প্রতিযোগীর ওজন এবং বয়স একইরকম বা কাছাকাছি, তারা একে অপরের বিপরীতে বসেন। ধারণা করা হয়, দুই পক্ষের বিবাদ মেটাতে আগেকার যুগে এই খেলা হতো।
ব্যাভারিয়ান

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, ঐতিহ্যবাহী ব্যাভারিয়ান পোশাক পরে বিশ্বের ভিন্নতর এই প্রতিযোগিতায় অংশ নেন খেলোয়াড়রা।
আঙ্গুল প্রতিযোগিতা।

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, অন্যান্য রেসলিংয়ের মতো, এই রেসলিংয়ের অংশগ্রহণকারীদের প্রচুর প্রশিক্ষণ নিতে হয়। এক আঙ্গুল দিয়ে টেনিস বল চেপে ধরা এবং মাত্র একটি আঙুল দিয়ে ভারী ওজন তোলার অনুশীলন নিয়মিত করতে হয়। জিততে হলে শারীরিক শক্তির পাশাপাশি এই খেলার কৌশল জানতে হবে। সেইসঙ্গে থাকতে হবে, যন্ত্রণা সয়ে থাকার মতো শক্তি।