এই নারীর কাজ ভূমি মাইন সরানো

ভিডিওর ক্যাপশান, এই নারীর কাজ ভূমি মাইন সরানো

বিশ্বে যে দেশগুলোতে সবচেয়ে বেশি ভূমি মাইন পোঁতা রয়েছে তার মধ্যেএকটি হলো কলম্বিয়া।

সে দেশের ফার্ক গেরিলা গোষ্ঠী সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালানোর সময় এসব মাইন পুঁতেছিল।

সেই মাইনগুলো সরানোর দায়িত্ব যাদের হাতে তাদেরই একজন পাওলা স্যানচেজ।

এখানে তার কাহিনি।