তীব্র গরমে অস্থির ইউরোপের জীবন

যেসব দেশে এখন দাবদাহ চলছে সেগুলো সাধারণত শীত প্রধান দেশ। এসব দেশে প্রচন্ড গরম খুবই অস্বাভাবিক। গরমে কিভাবে মানুষের জীবন?

আইফলে টাওয়ারের সামনে ঝরনা

ছবির উৎস, এএফপি

ছবির ক্যাপশান, তীব্র গরম থেকে রক্ষা পেতে আইফেল টাওয়ারের সামনে ঝরনার পানিতে স্বস্তি খুঁজছেন অনেকে
ইটালির রোম শহরে পর্যটক

ছবির উৎস, এএফপি

ছবির ক্যাপশান, ইটালির রোম শহর। সূর্যের তীব্র তাপ থেকে নিজেদের আড়াল করতে ছাতা হাতে পর্যটকরা
ফ্রান্সের নিস শহর

ছবির উৎস, এএফপি

ছবির ক্যাপশান, ফ্রান্সের নিস শহরে সোমবার তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস
লেক জেনেভা

ছবির উৎস, ইপিএ

ছবির ক্যাপশান, সুইজারল্যান্ডে লেক জেনেভার ঠাণ্ডা পানিতে আশ্রয় খুঁজছেন অনেকে
ডেনমার্ক গরম

ছবির উৎস, রয়টার্স

ছবির ক্যাপশান, ডেনমার্কের কোপেনহেগেন শহর থেকে কিছুটা উত্তরে। সেখানেও গরমে জীবনযাত্রা অস্থির হয়ে উঠেছে
ফ্রান্স

ছবির উৎস, এএফপি

ছবির ক্যাপশান, ফ্রান্সের একটি জলাধারে দুই কিশোর গরম থেকে মুক্তির চেষ্টা করছেন।
স্পেনের একটি সমুদ্র সৈকত।

ছবির উৎস, ইপিএ

ছবির ক্যাপশান, স্পেনের একটি সমুদ্র সৈকত।
ভ্যাটিকান

ছবির উৎস, রয়টার্স

ছবির ক্যাপশান, তীব্র গরমেও ভ্যাটিকানে জড়ো হয়েছেন অনেকে।
প্যারিস

ছবির উৎস, এএফপি

ছবির ক্যাপশান, প্যারিসের একজন নির্মাণ শ্রমিক কাজের ফাঁকে পানি পান করছেন।
বার্লিন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বার্লিনে এখন পানির ঝরনা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
লন্ডন

ছবির উৎস, পিএ

ছবির ক্যাপশান, ইউরোপের অন্য শহরগুলোর তুলনায় লন্ডনের তাপমাত্রা কম। গরম থেকে আপাতত রক্ষা।
ভিয়েনা

ছবির উৎস, এএফপি

ছবির ক্যাপশান, অস্ট্রিয়ার ভিয়েনাতেও তাপমাত্রা বেশ প্রখর।
হাতি

ছবির উৎস, ইপিএ

ছবির ক্যাপশান, জার্মানীর বার্লিনে একটি চিড়িয়াখানায় হাতিকে পানি দিয়ে গরম থেকে রক্ষার চেষ্টা।
ঝরনার পানিতে শিশুরা

ছবির উৎস, ইপিএ

ছবির ক্যাপশান, স্পেনের রাজধানী মাদ্রিদে একটি ঝরনার পানিতে শিশুদের শরীর ঠান্ডা রাখার চেষ্টা।