আম চেনার যত উপায়

ভিডিওর ক্যাপশান, আম চেনার যত উপায়

বাজার থেকে আম কিনেছেন গোপালভোগ কিন্তু বাসায় এসে জানা গেলো এটি রাণী পছন্দ। অথবা ফজলী আমের দাম দিয়ে কিনলেন আশ্বিনা। মধু মাসে আম কিনতে গেলে অনেকেই এ ধরনের সমস্যায় পড়েন প্রায় কাছাকাছি সময়ে নানান জাতের আম বাজারে আসায় পছন্দের আম কিনতে হিমশিম খান ক্রেতারা।

কোন আম দেখতে কেমন? একই ধরনের দেখতে নানান জাতের আমগুলোর আলাদা বৈশিষ্ট্য কী জানতে আম চাষী ও গবেষকদের সাথে কথা বলেছেন বিবিসির শাহনেওয়াজ রকি।