আফ্রিকার বিভিন্ন দেশে রোজাসহ নানা বাস্তবতার চিত্র

‌আফ্রিকার বিভিন্ন দেশে বিভিন্ন ঘটনাপ্রবাহ ধরা পড়েছে আলোকচিত্রীদের ক্যামেরায়। সেখান থেকে বাছাই করা কয়েকটি ছবি দিয়ে সাজানো হয়েছে এবারের ফটো গ্যালারি।

একটি ছেলে কুরআন পড়ছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মিশরের রাজধানী কায়রোয় রোববার মুসলমানদের পবিত্র রমজান মাস উপলক্ষে একটি মুসলিম ছেলে কুরআন পড়ছে। এই মাসে মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকে।
মুসলমান উপাসক

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মিশরের রাজধানী কায়রোর আল-আজহার মসজিদের ১০৭৯ তম বার্ষিকী উপলক্ষে মুসলমানরা জড়ো হয়েছেন। ইফতার করার আগ মুহুর্তে ছবিটি তোলা হয়।
সূর্যাস্তের সময় রোযা ভাঙছেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, হাজার হাজার মাইল দূরে ইবো দ্বীপে, মোজাম্বিকান মুসলমানরা সোমবার সূর্যাস্তের সময় রোযা ভাঙছেন। প্রার্থনা করার আগে রোজা ভাঙ্গার জন্য একটি বোতল পানি তারা ভাগ করে খাচ্ছেন।
আলজেরিয়ার বিক্ষোভকারীরা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শুক্রবার, আলজেরিয়ার বিক্ষোভকারীরা দেশে পরিবর্তনের দাবিতে রাজধানী আলজিয়ার্সে পতাকা উড়িয়ে দাবি জানান। পরিবর্তনের দাবিতে তৃষ্ণার্ত এই মানুষগুলোকে পানি ছিটিয়ে উৎসাহ যোগানো হয়।
এক নারী তার বাচ্চাকে পিঠে বেঁধে নিয়ে যাচ্ছেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শনিবার জিম্বাবুয়ের হারারেতে এক নারী তার বাচ্চাকে পিঠে বেঁধে নিয়ে যাওয়ার সময় ক্যামেরার সামনে হাসিমুখে ধরা পড়েন।
নারীরা ইসলামী গাউন পরে ইফতার সাজাতে কাজ করছেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বুধবার সোমালিয়ার মোগাদিসুতে নারীরা ইফতারের জন্য খাবারের আয়োজন করছেন। এজন্য তাদের সহায়তা করছে তুর্কি সাহায্য সংস্থা টিডিভি। এই নারীরা ইসলামী গাউন পরে ইফতার সাজাতে কাজ করছেন।
ঐতিহ্যবাহী নৃত্যে মেতে ওঠেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) এর দক্ষিণ আফ্রিকান সমর্থকরা রোববার জোহানেসবার্গের এএনসি সদর দফতরের বাইরে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বক্তব্যের অপেক্ষায় আছেন। এসময় অনেকে ঐতিহ্যবাহী নৃত্যে মেতে ওঠেন।
নাচ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মালাউইর প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টি (এমসিপি) এর নেতা লাজারাস চকওয়েরার সমর্থকেরা রোববার রাজধানী লিলংওয়েতে নাচের তালে মেতে ওঠেন। গুলেওয়ামকুলু বা "পশু আত্মা" এর বিশ্বাস থেকে পুরো গ্রামে নেচে ওঠে।
তিনটি শিশুকে বাসের ভাঙা জানালা দিয়ে দেখা যাচ্ছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শুক্রবার ডিআর কঙ্গোর পরিস্থিতি থমথমে ছিল, কারণ তিনটি শিশুকে যেই বাসের ভাঙা জানালা দিয়ে দেখা যাচ্ছে, সেই বাসটি সীমান্তবর্তী কঙ্গোলি শহরের বিরিঙ্গি থেকে দক্ষিণ সুদানী উদ্বাস্তুদের পরিবহন করে নিয়ে যাচ্ছে।
সুদানী শরণার্থী

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, এই দক্ষিণ সুদানী শরণার্থী নারী শনিবার ডিআর কঙ্গোর বিরিঙ্গি আশ্রয়কেন্দ্রে ক্যামেরাবন্দি হন। তার রঙিন পোশাক সবাইকে আকর্ষণ করেছে।
একটি শিশুর চুল বেঁধে দিচ্ছেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, জিম্বাবুয়ের রাজধানীতে হারারেতে সোমবার এক নারী একটি শিশুর চুল বেঁধে দিচ্ছেন।
সুদান

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দাবি আদায়ের রাস্তাটা অনেক দীর্ঘ- একজন বিক্ষোভকারী রোববার সুদানের রাজধানী খার্তুমে অবরুদ্ধ রেলওয়ে ট্র্যাক বরাবর হেঁটে আন্দোলনস্থলে আসেন।
বিক্ষোভকারী।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, নাইজেরীয় এই নারী শুক্রবার আবুজাতে লিঙ্গ-ভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।