কী আছে পৃথিবীর দীর্ঘতম লবণ গুহায়!
ইসরায়েলি গবেষকরা বলেছেন যে তারা বিশ্বের দীর্ঘতম লবণের গুহা আবিষ্কার করেছেন। যার নাম মালহাম কেইভ। যার অবস্থান ডেড সী'র কাছে কাছে। বাইবেল অনুযায়ী সেখানে লুতের স্ত্রীর লবণের অবয়বও রয়েছে। বিজ্ঞানীরা বলছেন, যখন বৃষ্টির পানি পড়ে লবণ শোষণ করে এবং গুহার ভেতর দিয়ে ডেড সীতে বেরিয়ে যাওয়ার সময় লবণের এসব স্তম্ভ তৈরি করে।

ছবির উৎস, Reuters

ছবির উৎস, Reuters

ছবির উৎস, Reuters

ছবির উৎস, Reuters