ভারত-পাকিস্তান সংঘাত: পাইলট আভিনন্দন ভার্থামানের মতো গোঁফ রাখার হিড়িক

ছবির উৎস, Getty Images
ভারতীয় যুদ্ধবিমানের পাইলট আভিনন্দন ভার্থামান, যাকে প্রায় ৫৮ ঘন্টা পাকিস্তানের সেনাদের হাতে বন্দী থাকার পর ভারতের কাছে ফেরত দেয়া হয়, এখন দেশটির মানুষের কাছে একজন জাতীয় বীর বনে গেছেন।
ভারতে তার স্টাইলে বাহারি গোঁফ রাখার হিড়িক পড়েছে।
দেশটিতে অনেকে তাকে অনুপ্রেরণামূলক একটি চরিত্র হিসেবেও দেখছেন।
বিতর্কিত কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার আভিনন্দন ভার্থামানের মিগ-২১ জেট বিমান গত ২৭শে ফেব্রুয়ারি পাকিস্তান গুলি করে ভূপাতিত করেছিল এবং তিনি ধরা পড়েছিলেন।
গত পহেলা মার্চ পাকিস্তান থেকে ছাড়া পেয়ে ভারতে ফেরার পর দেশটিতে তিনিই আলোচনার কেন্দ্রে চলে আসেন।
তার বীরত্ব নিয়ে নানা কথা যেমন ছড়িয়েছে ভারতে প্রায় সবার মুখে মুখে, তেমনি তার গোঁফ আভিনন্দন-গোঁফ নামে জনপ্রিয় হয়ে উঠেছে।
ফেসবুক, টুইটারসহ সামাজিক মাধ্যমে আভিনন্দনের গোঁফ ওয়ালা ছবি ভাইরাল হয়েছে।
অনেকে তার মতো গোফ রেখে এবং এমনকি সেলুনে গিয়ে আভিনন্দন স্টাইলে গোঁফ কাটার ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করছেন।
আরো পড়তে পারেন:

অনেক শিল্প প্রতিষ্ঠান বাহারি গোঁফকে ব্র্যান্ড হিসেবে নিয়ে তাদের পণ্যের বিজ্ঞাপন তৈরি করছে।
ভারতের জনপ্রিয় একটি ডেইরি খামার তাদের দুধের বিজ্ঞাপন তৈরি করেছে অভিনন্দনের গোঁফকে ব্র্যান্ড হিসেবে ব্যবহার করে।
আভিনন্দন যেভাবে গোঁফ রেখেছেন, সেটা ভারতে নতুন কিছু নয়। বলিউডে খলনায়কদের বাহারি গোঁফে দেখানো হয়।
দেশটির সমারিক বাহিনী এবং পুলিশের অনেক কর্মকর্তা লম্বা বা পেঁচানো গোঁফ রাখেন। এমনকি চোরাকারবারিরাও বিভিন্ন স্টাইলে লম্বা গোঁফ রাখে।
কিন্তু গত কয়েতদিনে ভারতে বাহারি বিভিন্ন ধরণের গোঁফের খ্যাতি উদ্ধার করা হয়েছে। আভিনন্দনের কারণে বাহারি গোঁফ এখন সাহস ও দেশপ্রেমের সমার্থক হয়ে উঠেছে।

ভারতের ব্যাঙ্গালোরে একটি সেলুন বিনামূল্যে অভিনন্দনের স্টাইলে গোঁফ কামিয়ে দিচ্ছে।
এই সেলুনের মালিক নানেশ ঠাকুর বলেছেন, "আভিনন্দন দেশের জন্য অনেক কিছু করেছেন। সে কারণে আমি অনুভব করলাম যে, আমি তার মতো অনেক চেহারা দেখতে চাই।"
"আর সেজন্য যারা ঐ স্টাইল নিতে আগ্রহী তাদের বিনা পয়সায় আমি সেভাবে গোঁফ কামিয়ে দিচ্ছি। এটা আমার অনুভূতি থেকে করছি।"
তেজাস চৌধুরী যুদ্ধবিমান পাইলট আভিনন্দনের মতো করে গোঁফ কামিয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন।
"আভিনন্দন আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে। আমি তার স্টাইল নিয়ে তাকে অনুভব করতে পারব না কেন?"
একজন অ্যাম্বুলেন্স চালক নাভিন কুমারও আভিনন্দনের মতো করে গোঁফ কামিয়েছেন।
তিনি বলেছেন, "আভিনন্দন আমাদের আসল হিরো। সেজন্য আমি তাঁকে অনুসরণ করেছি।"
সেলুনের মালিক নানেশ ঠাকুর বলেছেন, আভিনন্দন যে স্টাইলের গোঁফ রেখেছেন, এটিকে 'গানস্লিংগার' বলা হয়ে থাকে। তার গোঁফ দেখলে মনে হয়, একটি বিমান আকাশে ডানা মেলে উড়ছে।
আরো পড়তে পারেন:

ছবির উৎস, Getty Images
বেশিরভাগ ভারতীয় তাকে প্রথম দেখেছিল, পাকিস্তানের তথ্য মন্ত্রনালয়ের প্রকাশ করা ভিডিওতে। তাতে দেখা যায়, গত ২৭শে ফেব্রুয়ারি তাকে ধরার পর তার চোখ বাধা এবং তার মুখমন্ডলে রক্ত।
আভিনন্দন পাকিস্তান থেকে ছাড়া পেয়ে দেশে ভারতে ফেরার পর থেকে দেশটির বিভিন্ন শহরে নারী পুরুষসহ সব বয়সের মানুষ তার ছবি এবং জাতীয় বীর লেখা ফ্যাস্টুন ব্যানার নিয়ে মিছিল সমাবেশ অব্যাহত রেখেছে।









