ছবিতে: ব্রিটিশ ফটোগ্রাফি পুরস্কার পাওয়া বিশ্বের সেরা কিছু আলোকচিত্র

২০১৮ সালে ব্রিটিশ ফটোগ্রাফি পুরস্কার পাওয়া কয়েকটি তাক লাগানো ছবি এখানে তুলে ধরা হল। পুরস্কারগুলো আলোকচিত্র শিল্পের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে দেয়া হয়েছে।

ফ্ল্যাশড্যান্স”।

ছবির উৎস, ADRIAN CLARKE

ছবির ক্যাপশান, এই বছর, ৩৭০০ ব্রিটিশ আলোকচিত্রী তাদের তোলা ছবি বিশেষজ্ঞ বিচারক দলের কাছে জমা করেন। তাদের মধ্যে অ্যাড্রিয়ান ক্লার্ক এই বিস্ময়কর ছবিটির জন্য সেরা বার্ড লাইফ ফটোগ্রাফারের পুরস্কারটি গ্রহণ করেন, তিনি এই ছবিটির নাম দিয়েছেন “ফ্ল্যাশড্যান্স”।
সেলফি ফটোগ্রাফারের পুরষ্কার

ছবির উৎস, CLAIRE ARMITAGE

ছবির ক্যাপশান, বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬জন আলোকচিত্রীকে এই পুরস্কার দেওয়া হয়েছে। তার মধ্যে, এই ছবিটির জন্য ফটোগ্রাফার ক্লেয়ার আর্মিটেজ পেয়েছেন সেরা সেলফি ফটোগ্রাফারের পুরস্কার। যেটা দেখতে একদমই সেলফির মতো নয়।
ক্রীড়া ফটোগ্রাফারের অ্যাওয়ার্ড

ছবির উৎস, MIKE EGERTON

ছবির ক্যাপশান, খেলাধুলার ছবি তোলা এতোটা সহজ নয়, বিশেষ করে যখন খেলোয়াড়রা অবিশ্বাস্য দ্রুতগতিতে থাকে। কিন্তু মিয়েক এগের্টনের জন্য এটি কোন সমস্যা ছিল না, তিনি চিত্তাকর্ষক এই শটটির জন্য সেরা ক্রীড়া ফটোগ্রাফারের অ্যাওয়ার্ড পেয়েছেন।
‘সিম্পল বিউটি’

ছবির উৎস, SARAH WILKES

ছবির ক্যাপশান, পোর্ট্রেট ফটোগ্রাফি বিভাগে স্যারেল উইলকেসের এই ক্লোজ-আপ শটটি পুরস্কার পেয়েছে। ‘সিম্পল বিউটি’ শিরোনামের এই ছবিটিতে দেখা যায় বাদামী কোঁকড়া চুল, গভীর বাদামী চোখ আর মুখে আকর্ষণীয় তিলের দাগ পড়া অল্পবয়সী একটি মেয়েকে।
পোর্ট্রেট বিভাগে পুরস্কার দেয়ার জন্য জন ভোটে নির্বাচিত

ছবির উৎস, FILIP GIERLINSKI

ছবির ক্যাপশান, বিশেষজ্ঞ বিচারকদের একটি প্যানেল পুরস্কারের জন্য উপযুক্ত আলোকচিত্রগুলো যাচাই বাছাই করেন। এছাড়া সাধারণ মানুষের ভোটের ভিত্তিতেও এই প্রতিযোগিতায় সেরা ছবিগুলো বেছে নেয়া হয়। ফিলিপ গিয়ারলিন্সির এই শটটি পোর্ট্রেট বিভাগে পুরস্কার দেয়ার জন্য ভোটে নির্বাচিত হয়েছিল।
‘ওয়াটার লাইফ’ ফটোগ্রাফি

ছবির উৎস, DAN CHARITY

ছবির ক্যাপশান, পিপলস চয়েস অ্যাওয়ার্ডসে ‘ওয়াটার লাইফ’ ফটোগ্রাফি বিভাগের এই ছবিটি প্রায় ৭৪ হাজার ভোট পেয়েছে। পানির নিচে তিমি ও হাঙ্গরের অবিশ্বাস্য এই ছবিটির জন্য পুরস্কার গ্রহণ করেন ফটোগ্রাফার ড্যান চ্যারিটি।
‘ভিল’।

ছবির উৎস, ADAM KARNACZ

ছবির ক্যাপশান, এই ছবিটি দেখে প্রথমেই বলা কঠিন যে এটি কিসের ছবি। এ কারণে ম্যাক্রো বিভাগে পিপলস চয়েস বিজয়ী হয়েছে অদ্ভুত এই আলোকচিত্র। ফটোগ্রাফার অ্যাডাম কারনাকজ্ এই শটটির নাম দিয়েছে ‘ভিল’।
ফিল্ড অব উইংস।

ছবির উৎস, LUCIEN HARRIS

ছবির ক্যাপশান, বিজয়ী ছবির তালিকায় স্থান করে নিয়েছে পোকামাকড়ের ছবিও। লুসিয়েন হ্যারিস এই ছবিটির জন্য সেরা ম্যাক্রো ফটোগ্রাফারের পুরস্কার জিতেছেন। তিনি এই ছবির নাম দিয়েছেন ফিল্ড অব উইংস।
বিবাহ ফটোগ্রাফারের কৃতিত্ব অর্জন

ছবির উৎস, AARON STORRY

ছবির ক্যাপশান, পুরস্কারপ্রাপ্ত ছবিটি জীবনের গতি ধারণ করতে পেরেছে। এ কারণে আলোকচিত্র শিল্পী অ্যারন স্টোরি শ্রেষ্ঠ বিবাহ ফটোগ্রাফারের কৃতিত্ব অর্জন করেন। ছবিটি দেখেই বোঝা যায় এই অনুষ্ঠানে কি আনন্দ হয়েছিল।