ছবি: ইন্দোনেশিয়ার সুলাউসিতে সুনামির ধ্বংসচিত্র

শুক্রবারের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়ার সুলাউসি রাজ্যে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে।

সুনামিতে উপকূলীয় শহর পালু'র অনেক ভবন ১০ ফুট পর্যন্ত পানির নিচে চলে যায়

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, সুনামিতে উপকূলীয় শহর পালু'র অনেক ভবন ১০ ফুট পর্যন্ত পানির নিচে চলে যায়
ঘরবাড়ি, হোটেল, শপিং মল সবই এখন ধ্বংসস্তুপ

ছবির উৎস, ANTARA FOTO/ROLEX MALAHA VIA REUTERS

ছবির ক্যাপশান, ঘরবাড়ি, হোটেল, শপিং মল সবই এখন ধ্বংসস্তুপ
সুলাউসি'র শুধু পালুতেই কয়েকশ মানুষ মারা গেছে

ছবির উৎস, AFP/Getty Images

ছবির ক্যাপশান, সুলাউসি'র শুধু পালুতেই কয়েকশ মানুষ মারা গেছে
অসংখ্য মানুষ রাস্তায় খোলা আকাশের নিচেই আশ্রয় খুঁজে নিয়েছেন

ছবির উৎস, AFP/GETTY IMAGES

ছবির ক্যাপশান, অসংখ্য মানুষ রাস্তায় খোলা আকাশের নিচেই আশ্রয় খুঁজে নিয়েছেন
উপকূলীয় অঞ্চলে উদ্ধারকাজ এখনো চলছে

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, উপকূলীয় অঞ্চলে উদ্ধারকাজ এখনো চলছে
ভূমিকম্পের পর সুনামিতে শহরের ধ্বংসাবশেষ

ছবির উৎস, AFP/GETTY IMAGES

ছবির ক্যাপশান, ভূমিকম্পের পর সুনামিতে শহরের ধ্বংসাবশেষ
অস্থায়ী হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, অস্থায়ী হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে
দুর্যোগের আগমূহুর্তে চলমান বিচ ফেস্টিভ্যালে আগতদের ভাগ্য এখনো অজানা

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, দুর্যোগের আগমূহুর্তে চলমান বিচ ফেস্টিভ্যালে আগতদের ভাগ্য এখনো অজানা
দেখে বোঝার উপায় নেয় এখানে ১০ তলা ভবন ছিল

ছবির উৎস, AZWAR/AFP/Getty Images

ছবির ক্যাপশান, দেখে বোঝার উপায় নেয় এখানে ১০ তলা ভবন ছিল
ইন্দোনেশিয়ার অবস্থান প্যাসিফিক 'রিং অফ ফায়ার'-এ হওয়ায় প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, ইন্দোনেশিয়ার অবস্থান প্যাসিফিক 'রিং অফ ফায়ার'-এ হওয়ায় প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে
ভবন ভেঙে পড়ার ভয়ে বাড়ির বাইরে অবস্থান নিয়েছেন অনেকে

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, ভবন ভেঙে পড়ার ভয়ে বাড়ির বাইরে অবস্থান নিয়েছেন অনেকে
ভূমিকম্পের পর সুলাউসির একটা ১০তলা হোটেল

ছবির উৎস, AZWAR/AFP/Getty Images

ছবির ক্যাপশান, ভূমিকম্পের পর সুলাউসির একটা ১০তলা হোটেল