এশিয়া কাপ: বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচের কিছু মুহূর্ত

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। চলুন দেখে আসি এই ম্যাচের কিছু স্মরণীয় মুহূর্ত।

ক্রিকেট, এশিয়া কাপ, বাংলাদেশ, পাকিস্তান

ছবির উৎস, ISHARA S. KODIKARA

ছবির ক্যাপশান, বাংলাদেশ -পাকিস্তান ম্যাচ দেখতে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা আবুধাবিতে যান
ক্রিকেট, এশিয়া কাপ, বাংলাদেশ, পাকিস্তান

ছবির উৎস, ISHARA S. KODIKARA

ছবির ক্যাপশান, শুরুতেই বাংলাদেশ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।
ক্রিকেট, এশিয়া কাপ, বাংলাদেশ, পাকিস্তান

ছবির উৎস, NurPhoto

ছবির ক্যাপশান, মুমিনুল হক দারুণ একটি চার মারার পরের বলেই আউট হয়ে যান।
ক্রিকেট, এশিয়া কাপ, বাংলাদেশ, পাকিস্তান

ছবির উৎস, NurPhoto

ছবির ক্যাপশান, মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুন ১৪৪ রানের জুটি গড়েন।
ক্রিকেট, এশিয়া কাপ, বাংলাদেশ, পাকিস্তান

ছবির উৎস, NurPhoto

ছবির ক্যাপশান, মুশফিক বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে যে কোনো ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে ৯৯ রানে আউট হন।
ক্রিকেট, এশিয়া কাপ, বাংলাদেশ, পাকিস্তান

ছবির উৎস, ISHARA S. KODIKARA

ছবির ক্যাপশান, মুশফিক-মিথুন জুটি পাকিস্তান দলকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল।
ক্রিকেট, এশিয়া কাপ, বাংলাদেশ, পাকিস্তান

ছবির উৎস, ISHARA S. KODIKARA

ছবির ক্যাপশান, পাকিস্তান শুরুতে উইকেট হারালে হাল ধরার চেষ্টা করেন শোয়েব মালিক।
ক্রিকেট, এশিয়া কাপ, বাংলাদেশ, পাকিস্তান

ছবির উৎস, ISHARA S. KODIKARA

ছবির ক্যাপশান, ইমাম উল হক ৮৩ রানের একটি ইনিংস খেলেন।
ক্রিকেট, এশিয়া কাপ, বাংলাদেশ, পাকিস্তান

ছবির উৎস, ISHARA S. KODIKARA

ছবির ক্যাপশান, পাকিস্তান নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ম্যাচটা অনেকটা বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে।
ক্রিকেট, এশিয়া কাপ, বাংলাদেশ, পাকিস্তান

ছবির উৎস, ISHARA S. KODIKARA

ছবির ক্যাপশান, সাকিব আল হাসানের অনুপস্থিতিতে স্পিন বোলিংয়ে নেতৃত্ব দেন মেহেদি হাসান মিরাজ ও মাহমুদুল্লাহ রিয়াদ।
ক্রিকেট, এশিয়া কাপ, বাংলাদেশ, পাকিস্তান

ছবির উৎস, ISHARA S. KODIKARA

ছবির ক্যাপশান, মাশরাফি দারুণ একটি ক্যাচ ধরেন যা ম্যাচের মোড় ঘুরাতে সাহায্য করে।
ক্রিকেট, এশিয়া কাপ, বাংলাদেশ, পাকিস্তান

ছবির উৎস, NurPhoto

ছবির ক্যাপশান, এই ক্যাচ ধরে চোট পেয়ে কিছুক্ষণের জন্য মাঠ ছাড়েন মাশরাফি।
ক্রিকেট, এশিয়া কাপ, বাংলাদেশ, পাকিস্তান

ছবির উৎস, ISHARA S. KODIKARA

ছবির ক্যাপশান, মুস্তাফিজুর রহমান চারটি উইকেট পেয়ে পাকিস্তানের বিপক্ষে জয়ে ভূমিকা রাখেন।
ক্রিকেট, এশিয়া কাপ, বাংলাদেশ, পাকিস্তান

ছবির উৎস, NurPhoto

ছবির ক্যাপশান, শেষ পর্যন্ত ৩৭ রানের জয়ে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশ