আফগান মুজাহিদিনদের সাথে কাটানো ছুটির কয়েকদিন
ব্রিটেনের হাই উইকমের বাসিন্দা জন ইংল্যান্ডের সঙ্গে সত্তরের দশকে সম্পর্কচ্ছেদ হয়ে গিয়েছিল তার আফগান প্রতিবেশী রাহমাতুল্লাহ সাফির সঙ্গে। ১৯৮৮ সালে রাহমাতুল্লাহ জনকে আফগানিস্তানের এক যুদ্ধ ক্ষেত্রে বেরাতে যাবার নিমন্ত্রন জানান, এরপর তারা বেরিয়ে পড়েছিলেন এক অন্যরকম যাত্রায়। তিন সপ্তাহের সেই ভ্রমনে জন দিনপঞ্জি লিখছিলেন, আর ছবি তুলেছিলেন প্রচুর। রাহমাতুল্লাহ ছিলেন আফগান সেনাবাহিনীর একজন কর্নেল। দেশে ক্যু হবার পর তিনি পালিয়ে যুক্তরাজ্যে চলে যান। পরবর্তীতে তিনি দেশে ফিরে মুজাহিদিন সদস্যে পরিনত হন।

ছবির উৎস, JOHN ENGLAND

ছবির উৎস, JOHN ENGLAND

ছবির উৎস, JOHN ENGLAND

ছবির উৎস, JOHN ENGLAND

ছবির উৎস, JOHN ENGLAND

ছবির উৎস, JOHN ENGLAND

ছবির উৎস, JOHN ENGLAND

ছবির উৎস, JOHN ENGLAND