'আপনাকে বলা হলো পদত্যাগ করবেন, আপনি করছেন না'

অডিওর ক্যাপশান, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বিবিসি বাংলাকে দেয়া এসকে সিনহার একটি সাক্ষাৎকারের অংশবিশেষ

বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা একটি আত্মজীবনীমূলক বই প্রকাশ করেছেন, যেখানে তিনি দাবি করছেন তাকে সরকারের চাপ এবং হুমকির মুখে দেশত্যাগ করতে হয়েছে।

সংবিধানের ১৬শ সংশোধনী বাতিল সংক্রান্ত এক রায়কে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সরকারের কাছ থেকে প্রচণ্ড চাপের মুখে বিচারপতি সিনহা দেশ ছেড়ে যান এবং সেখান থেকে পদত্যাগপত্র পাঠান বলে অভিযোগ রয়েছে।

বিচারপতি সিনহার বই 'এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস এন্ড ডেমোক্রেসি" মাত্রই প্রকাশিত হয়েছে এবং এটি এখন আমাজনে কিনতে পাওয়া যাচ্ছে।

এ বই নিয়ে বিবিসি বাংলার মোয়াজ্জেম হোসেনকে একটি সাক্ষাৎকারও দিয়েছেন বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত মি. সিনহা। এখানে শুনুন তার কিছু অংশ।