মঙ্গলগ্রহে কেমন দেখতে হবে আপনার বাড়ি?
মঙ্গল গ্রহে মানুষের প্রথম উপনিবেশ দেখতে কেমন হবে? কেমন হবে লাল গ্রহের বুকে থাকার বাড়িগুলো?
মঙ্গলগ্রহে মানুষের বসবাসের উপযোগী বাড়ির মোট পাঁচটি ত্রিমাত্রিক প্রিন্ট প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
বিচিত্র ডিজাইন এগুলোর - একটি গোলাকার, অন্য একটি দেখতে মাকড়সার মতো।
এ জন্য ২০১৫ সালে নাসা একটি প্রতিযোগিতা ডেকেছিল - যাতে পৃথিবী তার বাইরে আবাসনের জন্য উপযুক্ত বাড়ির ডিজাইন চাওয়া হয়েছিল।