যেভাবে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় শিক্ষা কার্যক্রম পৌঁছে দিবে 'স্পুটনিক'
বাংলাদেশের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে যেন সহজে শিক্ষা বা প্রশিক্ষণ কার্যক্রম পৌঁছে দেয়া যায় সে লক্ষ্যে দেশের তরুণদের উদ্ভাবন 'স্পুটনিক' নামের ছোট একটি ব্যাগপ্যাক। যেটি চলে সৌরশক্তির মাধ্যমে।
স্পুটনিক নামের এই মাল্টিমিডিয়া সলিউশানের বিশেষ দুটি অংশ হচ্ছে স্পুটনিক পাওয়ার বক্স ও এলইডি প্রজেক্টর। আর এই ব্যাকপ্যাকে আরও আছে ব্লুটুথ স্পিকার, একটি কম্পিউটিং স্টিক, কিবোর্ড, মাইক্রোফোন, সোলার প্যানেল, স্পুটনিক পাওয়ার ব্যাঙ্ক এবং ইউএসবি হাব।
এর বিশেষ পোর্টেবল স্ক্রিনটি পুরোটাই ডিজাইন ও ডেভেলপ করেছে দলটি। দেখুন বিবিসি ক্লিকের প্রতিবেদনে।
পুরো প্রতিবেদনটি বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন:
বিবিসি বাংলায় আরো পড়তে পারেন:
