আফ্রিকার বিভিন্ন দেশে ধারণ করা এ সপ্তাহের কিছু ছবি

আফ্রিকার বিভিন্ন দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য মুগ্ধ করবে যে কাউকে।

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে মালাউইর একটি শরণার্থী শিবিরে বুরুন্ডিয়ানদের পারফর্মেন্স।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে মালাউইর একটি শরণার্থী শিবিরে বুরুন্ডিয়ানদের পারফর্মেন্স।
সিরিয়ার রাজধানী দামেস্কে বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বিভিন্ন কাজে সবার সঙ্গে অংশ নিয়েছে এই সুদানিজ আর সোমলিয়ার শিশুরা।

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, সিরিয়ার রাজধানী দামেস্কে বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বিভিন্ন কাজে সবার সঙ্গে অংশ নিয়েছে এই সুদানিজ আর সোমলিয়ার শিশুরা।
ঘানার ফুটবল খেলোয়াড় সুলে মুনতারি ঈদের দিন রাজধানী আক্রায় ভক্তদের সঙ্গে সেলফি তুলছেন।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, ঘানার ফুটবল খেলোয়াড় সুলে মুনতারি ঈদের দিন রাজধানী আক্রায় ভক্তদের সঙ্গে সেলফি তুলছেন।
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বেনিন শহরের একটি দোকানে এই ব্রোঞ্জ মূর্তি প্রদর্শণ করা হয়। এটি এই রাজ্যের অনেক পুরোন রাজত্বের সিংহাসন। ১৮৯৭ সালে ব্রিটিশ দখলদারিত্বের পর যাদের রাজত্ব নি:শ্চিহ্ন হয়ে পড়ে।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বেনিন শহরের একটি দোকানে এই ব্রোঞ্জ মূর্তি প্রদর্শণ করা হয়। এটি এই রাজ্যের অনেক পুরোন রাজত্বের সিংহাসন। ১৮৯৭ সালে ব্রিটিশ দখলদারিত্বের পর যাদের রাজত্ব নি:শ্চিহ্ন হয়ে পড়ে।
রাশিয়া ওয়ার্ল্ডকাপে প্রস্তুতির সময় ব্যয়াম করছেন নাইজেরিয়া দলের ফরোয়ার্ড কেলেচি ইহিয়ানাচো।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, রাশিয়া ওয়ার্ল্ডকাপে প্রস্তুতির সময় ব্যয়াম করছেন নাইজেরিয়া দলের ফরোয়ার্ড কেলেচি ইহিয়ানাচো।
মস্কোর সেরেমেতিয়েভো বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন নাইজেরিয়া ফুটবল দলের ভক্ত।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, মস্কোর সেরেমেতিয়েভো বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন নাইজেরিয়া ফুটবল দলের ভক্ত।
সেন্ট পিটার্সবার্গে লাইক দ্য গডস নামে একটি প্রজেক্টে মিশরের ফুটবলার সালাহ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফারগিউসনের ছবি প্রদর্শণ করা হচ্ছে।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, সেন্ট পিটার্সবার্গে লাইক দ্য গডস নামে একটি প্রজেক্টে মিশরের ফুটবলার সালাহ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফারগিউসনের ছবি প্রদর্শণ করা হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের এই সৈকতে যোগ ব্যয়াম করছে একদল মানুষ।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের এই সৈকতে যোগ ব্যয়াম করছে একদল মানুষ।
ক্যামেরুন থেকে আসা এক ফুটবল ভক্ত, মস্কোর মেট্রো স্টেশনের মানুষদের আনন্দ দিচ্ছেন।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ক্যামেরুন থেকে আসা এক ফুটবল ভক্ত, মস্কোর মেট্রো স্টেশনের মানুষদের আনন্দ দিচ্ছেন।
মস্কোয় পোল্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলে জয়ে উল্লাস করছে সেনেগাল সমর্থকরা।

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, মস্কোয় পোল্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলে জয়ে উল্লাস করছে সেনেগাল সমর্থকরা।
হুডি পরে অপরাধীরা কিভাবে পার পেয়ে যায় সেটা দেখাচ্ছিলেন উগান্ডার প্রেসিডেন্ট মিস্টার মুসেভেনি।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, হুডি পরে অপরাধীরা কিভাবে পার পেয়ে যায় সেটা দেখাচ্ছিলেন উগান্ডার প্রেসিডেন্ট মিস্টার মুসেভেনি।
উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি পার্লামেন্টের বিশেষ অধিবেশনে দেশের নিরাপত্তা বিষয়ে বক্তব্য দেয়ার আগে ব্যান্ড বাজায় সেখানকার পুলিশ।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি পার্লামেন্টের বিশেষ অধিবেশনে দেশের নিরাপত্তা বিষয়ে বক্তব্য দেয়ার আগে ব্যান্ড বাজায় সেখানকার পুলিশ।
উগান্ডার কাম্পালা থেকে এনতেব্বের আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ৫১ কিলোমিটার মহাসড়কের উদ্বোধন উপলক্ষে ঐতিহ্যবাহী নাচের আয়োজন করা হয়।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, উগান্ডার কাম্পালা থেকে এনতেব্বের আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ৫১ কিলোমিটার মহাসড়কের উদ্বোধন উপলক্ষে ঐতিহ্যবাহী নাচের আয়োজন করা হয়।
ভিক্টোরিয়া লেকে ড্রাগন বোট রেইসের আয়োজন করেছে চীনা নাগরিকরা।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, ভিক্টোরিয়া লেকে ড্রাগন বোট রেইসের আয়োজন করেছে চীনা নাগরিকরা।
শংকর সংস্কৃতির কারণে আফ্রিকায় এখন বিভিন্ন গোত্রের মধ্যে বিয়ে হয়ে থাকে।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, শংকর সংস্কৃতির কারণে আফ্রিকায় এখন বিভিন্ন গোত্রের মধ্যে বিয়ে হয়ে থাকে।
কেনিয়ার নাইরোবিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নীল আলোর নীচে পারফর্ম করছেন তুরখানা নৃগোষ্ঠীর একজন শিল্পী।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, কেনিয়ার নাইরোবিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নীল আলোর নীচে পারফর্ম করছেন তুরখানা নৃগোষ্ঠীর একজন শিল্পী।
একই দেহে আফ্রিকার ১৪টি নৃগোষ্ঠীর পরিচয় তুলে ধরা হয়েছে।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, একই দেহে আফ্রিকার ১৪টি নৃগোষ্ঠীর পরিচয় তুলে ধরা হয়েছে।
কেনিয়ার এল মোলো গোত্রের এক সদস্য। যাদের ভাষা প্রায় বিলুপ্তির পথে।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, কেনিয়ার এল মোলো গোত্রের এক সদস্য। যাদের ভাষা প্রায় বিলুপ্তির পথে।