বিশ্বের ৫০ বছরের সেরা কিছু আলোকচিত্র

অ্যাসোসিয়েশন অফ ফটোগ্রাফার্স তাদের ৫০তম বর্ষপূর্তি উদযাপন করছে, যেখানে বিশ্বের সবচেয়ে নন্দিত কিছু আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে। সেখানে পোট্রেট, যুদ্ধ, খরা, মানবিক বিপর্যয় এমনকি বিজ্ঞাপন চিত্রও স্থান পেয়েছে।

কোস্টওল্ড ওয়াইল্ডলাইফ পার্কে একদিন বয়সী বিরল একটি সাদা গণ্ডার

ছবির উৎস, RORY CARNEGIE

ছবির ক্যাপশান, কোস্টওল্ড ওয়াইল্ডলাইফ পার্কে একদিন বয়সী বিরল একটি সাদা গণ্ডার, যার নাম অ্যালান। ১৯৭০ সালে পার্কটি চালু হওয়ার পর অ্যালান সেখানে জন্ম নেয়া চতুর্থ গণ্ডার শাবক। ছবিটি ২০১৩ সালে তোলা
টুইগি, বিশ্বের প্রথম সুপার মডেল।

ছবির উৎস, BARRY LATEGAN

ছবির ক্যাপশান, টুইগি, বিশ্বের প্রথম সুপার মডেল। ১৯৬৬ সালে ছবিটি তুলেছিলেন ব্যারি লেটগান।
এই ছবিতে একজন জিমন্যাস্ট নিজেকে যেন হাওয়ায় ভাসিয়ে রেখেছেন

ছবির উৎস, ANDERSON & LOW

ছবির ক্যাপশান, ১৯৯৮ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত ন্যাশনাল ডেনিশ জিমন্যাস্টের ছবি তুলেছেন আলোকচিত্রী জোনাথন অ্যান্ডারসন আর এডউইন লো। এই ছবিতে একজন জিমন্যাস্ট নিজেকে যেন হাওয়ায় ভাসিয়ে রেখেছেন
নেলসন ম্যান্ডেলা

ছবির উৎস, JILLIAN EDELSTEIN

ছবির ক্যাপশান, ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট প্যালেসে তোলা নেলসন ম্যান্ডেলা
ফ্যারো দ্বীপের লোকজন তিমি মাছ তাড়িয়ে অগভীর পানিতে নিয়ে আসে

ছবির উৎস, ADAM WOOLFITT

ছবির ক্যাপশান, ফ্যারো দ্বীপের লোকজন তিমি মাছ তাড়িয়ে অগভীর পানিতে নিয়ে আসে, এরপর সেগুলোকে হত্যা করে। এটা তাদের বার্ষিক গ্রিনডাড্রাপ উৎসবের একটি অংশ। ১৯৬৬ সালে অ্যাডাম উলফিটের এই ছবিটি ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় প্রকাশিত হয়, যা বিতর্কের তৈরি করে
কানাডার আলবাট্রার আব্রাহাম লেক, একেবারে বরফ হয়ে রয়েছে।

ছবির উৎস, PAUL WAKEFIELD

ছবির ক্যাপশান, কানাডার আলবাট্রার আব্রাহাম লেক, একেবারে বরফ হয়ে রয়েছে। ২০১১ সালে পল ওয়েকফিল্ডের তোলা ছবি
১৯৭০ সালে জন্ম নিয়ন্ত্রণের বিষয়ে মানুষকে সতর্ক করতে একটি বিজ্ঞাপনে এই ছবিটি ব্যবহার করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল, অনাকাঙ্খিত গর্ভধারণের বিষয়ে পুরুষদেরও সতর্ক করে দেয়া।

ছবির উৎস, ALAN BROOKING

ছবির ক্যাপশান, ১৯৭০ সালে জন্ম নিয়ন্ত্রণের বিষয়ে মানুষকে সতর্ক করতে একটি বিজ্ঞাপনে এই ছবিটি ব্যবহার করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল, অনাকাঙ্খিত গর্ভধারণের বিষয়ে পুরুষদেরও সতর্ক করে দেয়া।
ক্যামেরার লেন্সের দিকে গভীর ভাবে তাকিয়ে রয়েছে একটি বানর।

ছবির উৎস, TIM FLACH

ছবির ক্যাপশান, ক্যামেরার লেন্সের দিকে গভীর ভাবে তাকিয়ে রয়েছে একটি বানর। টিম ফ্লেচের তোলা ছবি
এখানে তিনি মনে'র ব্রিজ ওভার এ পন্ড অব ওয়াটার লিলির পুনর্চিত্র তৈরি করেছেন

ছবির উৎস, TESSA TRAEGER

ছবির ক্যাপশান, জীবন আর খাদ্যের ছবি তোলার জন্য বিখ্যাত ব্রিটিশ আলোকচিত্রী টেসা ট্রেগার। এখানে তিনি মনে'র ব্রিজ ওভার এ পন্ড অব ওয়াটার লিলির পুনর্চিত্র তৈরি করেছেন
১৯৬৯ সালে তোলা ছবিতে রয়েছেন প্রিন্সেস মার্গারেট, লর্ড স্নোডন এবং তাদের সন্তান ডেভিড ও সারাহ

ছবির উৎস, TOM MURRAY

ছবির ক্যাপশান, ব্রিটিশ রাজ পরিবারের সর্বকনিষ্ঠ আলোকচিত্রী হিসাবে কাজ করেছেন টম মুরি। ১৯৬৯ সালে তোলা ছবিতে রয়েছেন প্রিন্সেস মার্গারেট, লর্ড স্নোডন এবং তাদের সন্তান ডেভিড ও সারাহ
পল ওয়েনহ্যাম ক্লাক তার ছবিতে মানুষের নানা সম্পর্কের দিকগুলো তুলে আনার চেষ্টা করেছেন। এখানে দুই বোনের ছবি রয়েছে

ছবির উৎস, PAUL WENHAM-CLARKE

ছবির ক্যাপশান, পল ওয়েনহ্যাম ক্লাক তার ছবিতে মানুষের নানা সম্পর্কের দিকগুলো তুলে আনার চেষ্টা করেছেন। এখানে দুই বোনের ছবি রয়েছে