ছবিতে: কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন

বাংলাদেশে চাকরির ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে ঢাকার শাহবাগে রোববার বেশ ধরনের বিক্ষোভ হয়, শাহবাগে আন্দোলকারীরা অবস্থান নিলে পুলিশ টিয়ার শেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তারপরও বিভিন্নভাবে সংগঠিত হয়ে নিজেদের দাবি জানিয়ে যাচ্ছেন তারা। মঙ্গলবার তৃতীয় দিনের মতো তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেন। ছবিতে কিছু অংশ তুলে ধরা হলো।

কোটা সংস্কার আন্দোলন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশে চাকরির ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে ঢাকার শাহবাগে রোববার অবস্থান নেন আন্দোলনকারীরা। কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হন।
কোটা সংস্কার আন্দোলন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, কোটা সংস্কার চেয়ে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল।
কোটা সংস্কার আন্দোলন
ছবির ক্যাপশান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু-ভাস্কর্য চত্বরে আন্দোলনকারীরা জমায়েত হয়ে তাদের দাবি জানাতে থাকেন।
কোটা সংস্কার আন্দোলন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শাহবাগে অবস্থান নেয়া আন্দোলনকারীরা জানান তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
কোটা সংস্কারের দাবিতে গত কয়েক মাসে বেশ কবার আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
ছবির ক্যাপশান, কোটা সংস্কারের দাবিতে গত কয়েক মাসে বেশ কয়েকবার আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
কোটা সংস্কার আন্দোলন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শাহবাগে অবস্থান নেয়ার পর রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত আটটার দিকে সেখানে গিয়ে পুলিশ তাদের সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস ছোঁড়ে এবং লাঠিচার্জ করে।
কোটা সংস্কার আন্দোলন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, রোববার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল হয়ে উঠে । পুলিশি বাধার পরও আবার ছোট ছোট গ্রুপে সংগঠিত হওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
ছবির ক্যাপশান, কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তায় এভাবে বন্ধ করে রাখেন আন্দোলনকারীরা। ঢাকার কয়েকটি সড়ক আটকে রাখা ছাড়াও মহাসড়কও কিছু সময় অবরোধ করে রাখেন তারা।
মঙ্গলবারেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু-ভাস্কর্য চত্বরে অবস্থান নেন আন্দোলনকারীরা।
ছবির ক্যাপশান, মঙ্গলবারেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু-ভাস্কর্য চত্বরে অবস্থান নেন আন্দোলনকারীরা।
কোটা সংস্কার আন্দোলন
ছবির ক্যাপশান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এমন ব্যারিকেডও দেখা যায় মঙ্গলবার।
কোটা সংস্কার আন্দোলন
ছবির ক্যাপশান, এভাবে ব্যানার লিখে নিজেদের দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা।
কোটা সংস্কার আন্দোলন
ছবির ক্যাপশান, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা মঙ্গলবারও বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে তাদের দাবি জানান। ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই আন্দোলনে সামিল হন।