পোপের নেতৃত্বে বাংলাদেশে খৃস্টানদের প্রার্থনা

ক্যাথলিক খৃস্টানদের ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস বাংলাদেশের রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বড় আকারের একটি প্রার্থনা সভায় নেতৃত্ব দিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খৃস্টানরা এই অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন।

Pope waves to crowds in Dhaka, Bangladesh

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পোপ ফ্রান্সিস ক্যাথলিক খৃস্টানদের এই প্রার্থনা পরিচালনা করেন। এটি বাংলাদেশে তার ঐতিহাসিক সফর
Catholics attending Mass in Dhaka

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বলা হচ্ছে, ৮০ হাজারেরও বেশি ক্যাথলিক খৃস্টান এই প্রার্থনায় যোগ দেন। অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন তাদের ধর্মীয় নেতাকে এক নজর দেখার জন্যে
Pope Francis oversees Mass in Dhaka

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পোপ ফ্রান্সিস তার ভাষণে প্রার্থনায় যোগ দেওয়ার জন্যে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, "এ থেকে বোঝা যায় গীর্জার প্রতি আপনাদের ভালোবাসার কথা।"
Pope Francis travels through crowds at the Mass

ছবির উৎস, VINCENZO PINTO

ছবির ক্যাপশান, গত ৩০ বছরের মধ্যে বাংলাদেশে কোন পোপের এটি প্রথম সফর। বাংলাদেশী ক্যাথলিকদের উৎসাহিত করতে তিনি সেখানে গেছেন।
Catholics pray at the Mass in Dhaka

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশে মোট জনসংখ্যার মাত্র ০.৫% ক্যাথলিক খৃস্টান। অনেক সময় তারা বৈষম্য ও নির্যাতনের শিকার হন।
Pope Francis meets Bangladeshi Prime Minister Sheikh Hasina (C) at the Apostolic Nunciature in Dhaka

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, পোপ ফ্রান্সিসের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ
Rohingya refugees wait to meet the Pope in Dhaka

ছবির উৎস, VINCENZO PINTO

ছবির ক্যাপশান, মিয়ানমার থেকে পালিয়ে আসা কয়েকজন রোহিঙ্গার সাথেও তার সাক্ষাৎ হয়েছে।
A Rohingya man and child wait to meet the Pope in Dhaka

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, একজন রোহিঙ্গা শিশুকে কোলে নিয়ে অপেক্ষা করছেন পোপের সাথে দেখা করার জন্যে
Pope greets crowds in Yangon, Myanmar

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পোপ ফ্রান্সিস এর আগে মিয়ানমার সফর করেছেন।