আলোচনা: জলদস্যু আত্মসমর্পণের ভবিষ্যত কী?

ভিডিওর ক্যাপশান, বিশেষ আলোচনা

সুন্দরবনের জলদস্যুদের আত্মসমর্পণের প্রক্রিয়াতে জড়িত ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব ইউনিট, তারা ঠিক কীভাবে এই কাজটি সম্পন্ন করতে পেরেছে? আর শুধু মৌখিক আশ্বাসের ভিত্তিতে যারা অস্ত্র সমর্পণ করেছে, ঠিক কী ভবিষ্যত তাদের জন্য অপেক্ষা করছে?

এ নিয়ে বিবিসি বাংলার এই বিশেষ আলোচনা। এতে অংশ নিয়েছেন র‍্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ারুজ্জামান, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক মোহসীন-উল হাকিম এবং জলদস্যুদল মাস্টার বাহিনীর সাবেক প্রধান মোস্তফা শেখ। আলোচনাটি সঞ্চালন করেন বিবিসি বাংলার মাসুদ হাসান খান।

এটি রেকর্ড করা হয় বরিশালে র‍্যাব-৮এর সদর দফতরে।

আরও দেখুন:

জঙ্গল থেকে জীবনে পর্ব-১