চীনের যে ইন্টারনেট তরুণীদের আয় হাজার হাজার ডলার
চীনে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি সম্প্রচার এখন একটি বড় ব্যবসা।
অনেক তরুণী ইন্টারনেটে গান গায়, ভক্তদের সঙ্গে সরাসরি গল্প করে অথবা গেমস খেলে।
কিন্তু সেখানে নগ্নতা অথবা যৌন আলাপের মতো কোন ব্যাপারস্যাপার নেই।
তারপরেও এই তরুণীরা চীনে বিপুল অর্থ আয় করতে পারে।